হোম > খেলা > ক্রিকেট

লজ্জার রেকর্ডের দিনে ধবলধোলাই হলো ভারত

ক্রীড়া ডেস্ক    

৪০৮ রানে হেরেছে ভারত। ছবি: ক্রিকইনফো

জয়ের মঞ্চটা চতুর্থ দিনেই প্রস্তুত করে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ দিনে এসে বাকি কাজটা সারল সফরকারী দল। গুয়াহাটি টেস্টে ভারতকে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। টেস্ট ইতিহাসে রানের হিসেবে এটা ভারতের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।

এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল তারা। এর আগে কলকাতা টেস্টে ভারতকে ৩০ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারতকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে ২৫ বছরের অপেক্ষা ফুরাল তাদের। এর আগে সবশেষ ২০০০ সালে এশিয়ান দেশটিতে টেস্ট সিরিজ জিতেছিল আফ্রিকান জায়ান্টরা।

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে জিততে হলে ৫৪৯ রানের হিমালয়তূল্য লক্ষ্যে পৌঁছাতে হতো ভারতকে। হাতে থাকা সময়ে জেতা অসম্ভব ছিল স্বাগতিকদের জন্য। বিশাল লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। চতুর্থ দিন শেষে ২৭ রান করতেই ২ ব্যাটারকে হারায় তারা।

ম্যাচ বাঁচাতে চাইলে বাকি ৮ উইকেট হাতে রেখে শেষ দিন পার করে দিতে হতো ভারতকে। কিন্তু সাইমন হারমার, কেশভ মহারাজদের স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেন স্বাগতিকদের ব্যাটিং লাইন। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানেই গুটিয়ে যায় তারা। সর্বোচ্চ ৫৪ রান করেন রবীন্দ্র জাদেজা। এছাড়া ওয়াশিংটন সুন্দর ১৬, সাই সুদর্শন ১৪ ও যশস্বী জয়শওয়াল করেন ১৩ রান।

প্রথম ইনিংসে ভারতেক ২০১ রানে অলআউট করার পথে ৩ উইকেট নেন হারমার। এ যাত্রায় আরও বেশি ভয়ঙ্কর ছিলেন এই অফস্পিনার। একই ৬ ব্যাটারকে প্যারভিলিয়নের পথ দেখান তিনি। ২৩ ওভারে মাত্র ৩৭ রান খরচ করেন হারমার। সমান রানের বিনিময়ে ২ উইকেট নেন মহারাজ।

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার