ডারবান টেস্টের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার দাপটের পর দ্বিতীয় সেশনে দারুণভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। এই সেশনে প্রোটিয়াদের তিন ব্যাটারকে আউট করেছে মুমিনুল হকের দল।
প্রথম সেশনে ২৫ ওভারে বিনা উইকেটে ৯৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় সেশনে এই দাপট ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে চা বিরতিতে গেছে তারা।
দ্বিতীয় সেশনের শুরুতে দারুণ ব্যাট করতে থাকা ডিন এলগারকে (৬৭) ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন খালেদ আহমেদ। খালেদের গুড লেংথের বলে এলগারের দারুণ এক ক্যাচ নেন লিটন দাস। দলীয় ১১৩ রানের প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি সারেল এরউই (৪১)। মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার।
এরপর উইকেট পেতে পারতেন তাসকিনও। কিন্তু রিভিউ না নিয়ে সুযোগ হারান এই পেসার। তাসকিন না পারলেও কেগান পিটারসেনকে ঠিকই ফিরিয়েছে বাংলাদেশ। মিরাজের দারুণ এক থ্রুতে রান আউট হয়েছেন পিটারসেন। এরপর দ্বিতীয় সেশনের বাকি সময় ভালোভাবেই কাটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ২২ ও রিকেলটন ১১ রানে অপরাজিত আছেন।