হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের ‘ভাগ্য’ জড়িয়ে থাকার ম্যাচে ব্যাটিংয়ে ভারত

বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্ব। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। কেননা, ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস জয় পেলে বাংলাদেশ খেলতে পারবে না চ্যাম্পিয়নস ট্রফি। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 

আগের ম্যাচের একাদশ নিয়েই আজ খেলতে নামছে ভারত। স্পিন আক্রমণে থাকছেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব, যার মধ্যে জাদেজা স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা।  রোহিত, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবের মতো তারকাখচিত ব্যাটাররা তো আছেনই। 

অন্যদিকে নেদারল্যান্ডসও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে। নেতৃত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব দুটিই সামলাবেন স্কট এডওয়ার্ডস। স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত, যার মধ্যে মারউই স্পিন বোলিং অলরাউন্ডার। অন্যদিকে পেস আক্রমণে থাকছেন বাস ডি লিড, লোগান ফন বিক ও পল ফন মিকিরেন। যেখানে ডি লিড পেস বোলিং অলরাউন্ডার। 

ভারতের একাদশ:  
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।  

নেদারল্যান্ডসের একাদশ:    
ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, লোগান ফন বিক, তেজা নিদামানুরু, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু