২০২২ কমনওয়েলথ গেমস বাছাইয়ের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে জায়গা হয়নি জাহানারা আলমের। প্রথমবার মূল দল থেকে বাদ পড়লেন এই অলরাউন্ডার। তবে মূল দল থেকে বাদ পড়লেও স্ট্যান্ডবাই হিসেবে মালয়েশিয়া যাবেন জাহানারা।
জাহানারার জায়গায় ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন সুরাইয়া আজমিন ছন্দা। মালয়েশিয়ায় বাংলাদেশ নারী দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে নিগার সুলতানা জ্যোতিকে। তাঁর কাছে অধিনায়কত্ব হারিয়েছেন সালমা খাতুন। ওয়ানডের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ভারও উঠল জ্যোতির কাঁধে।
এ ছাড়া মূল দলে পরিচিত মুখগুলোই আছে। ১৬ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে যাচ্ছেন তিনজন। জাহানারা ছাড়াও সেখানে আছেন নুজহাত তাসনিয়া, খাদিজা-তুল-কুবরা।
বাংলাদেশ নারী দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আকতার, শারমিন আকতার সুপ্তা, লতা মণ্ডল, শোভানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আকতার মেঘলা, সুরাইয়া আজমিম।
স্ট্যান্ড বাই:
জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, খাদিজা-তুল-কুবরা।