হোম > খেলা > ক্রিকেট

আফগানরাও পাত্তা দিল না বাংলাদেশকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কী আনুষ্ঠানিক ম্যাচ, কী প্রস্তুতি ম্যাচ-কিছুতেই যেন কিছু হচ্ছে না বাংলাদেশের। এবার সাকিব আল হাসানের দল ধরাশায়ী হলো আফগানিস্তানের কাছে। বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে টেনেটুনে ৯৮ রান করে তারা। 

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। অধিনায়ক নবীর ১৭ বলে ৪১ রান ও ইব্রাহিম জাদরানের ৩৯ বলে ৪৬ রানে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬০ রান। তাড়া করতে নেমে ফজলহক ফারুকী, মুজিব-উর-রহমানদের বোলিং তোপে বাংলাদেশ গুটিয়ে গেছে ৯৮ রানে। 

শুরুতে ভালো কিছুর আভাস থাকলেও সেটা মিলিয়ে গেছে দ্রুতই। লিটন দাসকে নিয়ে শঙ্কা থাকায় ইনিংস উদ্বোধন করেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারে ফরিদ আহমেদকে তিন চার মারেন দুই ওপেনার। কিন্তু ফারুকীর করা পরের ওভারেই স্ট্যাম্প এলোমেলো শান্তর, ৯ বলে ১২ রানে থামতে হয় এই বাঁহাতি ওপেনারকে। 

শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়া সৌম্য তিন নম্বরে নেমে ১ রানের বেশি করতে পারেননি। দুই রানের ব্যবধানে ড্রেসিংরুমের পথ ধরেন সাকিব (১) ও আফিফ হোসেন (০)। পঞ্চম ওভারের শেষ দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক সম্ভাবনাও জাগান ফারুকী। ৩ ওভারের প্রথম স্পেলে তাঁর বোলিং ফিগার ছিল ৩-০-৯-৩। 

ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে শূন্য রানে ফেরেন ইয়াসির আলি রাব্বিও। জীবন পেয়েও কাজে লাগাতে ব্যর্থ নুরুল হাসান সোহান। ৮ বলে ১৩ রান করেন সোহান। নিয়মিত উইকেট পতনের মাঝে একপ্রান্তে সংগ্রাম করে ৩১ বলে ১৬ রানের ইনিংস খেলেন মিরাজ। ৪৭ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশের ইনিংস থেমেছে ৯ উইকেট হারিয়ে ৯৮ রানে।

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি