চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির পর লিটন দাস-মোস্তাফিজুর রহমানদের আইপিএল ইস্যুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘ওদেরকে নিলেও ঠিকমতো খেলাবে না।’
চার্টার্ড বিমানে উড়িয়ে নিয়েও শুরুতে টানা ৩ ম্যাচ মোস্তাফিজকে খেলায়নি দিল্লি ক্যাপিটালস। যদিও পরে দুটি ম্যাচে খেলেছেন এ বাঁহাতি পেসার। লিটন দাস তো এখনো কলকাতা নাইট রাইডার্সের একাদশেই সুযোগ পাননি। তাতে বিসিবি সভাপতির কথাও যেন বেশ ফলছে।
সমর্থকদের মতো পাপনও অপেক্ষায় থাকেন, বাংলাদেশের ক্রিকেটাররা একাদশে সুযোগ পান কি না। মোস্তাফিজরা একাদশে সুযোগ পেলে আইপিএল ম্যাচও দেখা হয় বিসিবি সভাপতির।
আজ মিরপুরে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘আইপিএলের খেলা খুব একটা দেখা হচ্ছে না। দেখি না যে তা না। কেকেআরের খেলা থাকলে দেখি (লিটন) একাদশে আছে কি না। দিল্লির খেলা থাকলেও দেখি (মোস্তাফিজ) একাদশে আছে কি না। খেলার সময়টা তারাবির সময়ের সঙ্গে সাংঘর্ষিক। তারপরও দেখি (তাঁরা) আছে কি না, থাকলে দেখার চেষ্টা করি।’
একাদশে নিয়মিত সুযোগ মিলবে না-এই বাস্তবতার কথা আগেও জানিয়েছেন পাপন। আজ একই সূত্রে আবারও বললেন, ‘ (লিটন-মোস্তাফিজদের খেলাবে না) তেমন কোনো সন্দেহ আমার ছিল না কখনো। জানে সবাই, ওরাও জানে। এটা অজানা কিছু না। যারা গেছে তারাও জানে (খেলাবে না)।’