হোম > খেলা > ক্রিকেট

কোটি টাকা পকেটে থাকলেই দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্টেডিয়ামের ভালো আসনে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই দেখতে কার না ইচ্ছা হয়! কিন্তু এবার কোটিপতি হওয়া ছাড়া খেলা দেখার উপায় নেই। আইসিসির নির্ধারিত টিকিটের দাম তেমন কিছুই বলছে।

বিশ্বকাপের সহ-আয়োজক সংযুক্ত আরব আমিরাত দুই ধরনের বিশেষ স্যুইটের ব্যবস্থা করেছে। উইকেট বরাবর রয়্যাল বক্সের দুই পাশে ২০ আসনের ভিআইপি স্যুইট এবং ১০ আসনের করপোরেট স্যুইট থাকছে। ভিআইপি স্যুইটের টিকিটের দাম রাখা হয়েছে ১৬ লাখ ৬৫ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৩ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ প্রতিটি আসনের দাম ১৯ লাখ ৩০ হাজার টাকা। অবশ্য এই টিকিট কিনলে এক সঙ্গে মোট ১৩টি ম্যাচ দেখা যাবে। সেই হিসেবে এক একটি ম্যাচের জন্য খরচ পড়বে ১ লাখ ৪৮ হাজার ৪৬১ টাকা।

এই টিকিটে যে ১৩টি ম্যাচ দেখা যাবে, তার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তানসহ দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। আর করপোরেট স্যুইটের টিকিটের দাম ৬ লাখ ৯০ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার দাম ১ কোটি ৬০ লাখ টাকা। এখানেও এক টিকিটে ১৩টি ম্যাচ দেখার সুযোগ রেখেছে আইসিসি।

অবশ্য শুধু খেলা দেখা নয়, দুই স্যুইটের ক্ষেত্রেই থাকছে খাওয়া-দাওয়ার এলাহী আয়োজন। তাহলে পকেটে কোটি টাকার বন্দোবস্ত যাদের আছে, তাদের আর দেরি কেন? স্টেডিয়ামের সেরা জায়গায় বসে খেলা দেখার এই সুযোগ লুফে নিতেই পারেন।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা