হোম > খেলা > ক্রিকেট

হার্দিককে নিয়ে দুই মেরুতে শাস্ত্রী–কপিল

সর্বশেষ ৫ বছর আগে টেস্ট খেলেছেন হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৮ সালের সেই টেস্টের পর সাদা পোশাকে আর দেখা যায়নি তাঁকে। অভিজাত সংস্করণে ফেরা না হলেও রঙিন পোশাকে দুর্দান্ত ছন্দে আছেন ভারতীয় অলরাউন্ডার। 

সেই ছন্দের কারণেই হার্দিকের টেস্ট সংস্করণে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। তবে তাঁকে নিয়ে ভিন্নমত পোষণ করেছেন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার। সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রীর মতে, হার্দিকের শরীর টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারে না। 

তবে শাস্ত্রীর এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন কপিল দেব। ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, শাস্ত্রীর মন্তব্যকে সম্মান জানাই। তবে এমনটা বিশ্বাস করি না। সম্প্রতি ‘দ্য উইক’ নামে এক ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটি জানিয়েছেন ক্রিকেটে ভারতকে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক। 

পরিশ্রম করলে যে হার্দিক টেস্ট খেলতে পারবেন তা বোঝানোর জন্য অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ডেনিস লিলির উদাহরণও টেনেছেন কপিল। সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেছেন, ‘তার (শাস্ত্রী) মন্তব্য এবং চিন্তাকে সম্মান করি। কিন্তু কেন? ডেনিস লিলির চেয়ে কোনো খেলোয়াড় বেশি চোট পাননি। তাই আমি এটা বিশ্বাস করি না। মানুষের শরীর যেকোনো পর্যায় থেকে ভালো অবস্থানে ফিরে আসতে পারে। হার্দিক একজন দুর্দান্ত অ্যাথলেট এবং দেখতেও ভালো। শরীর নিয়ে সে একটু কঠোর পরিশ্রম করলেই পারবে।’ 

হার্দিকের টেস্ট খেলা নিয়ে এর আগে শাস্ত্রী বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের সঙ্গে তাঁর শরীর মানিয়ে নিতে পারে না। এ নিয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা ভালো। বিশ্বকাপের পর (ওয়ানডে) সে যদি ফিট থাকে, তাহলে তার সাদা বলের অধিনায়কত্ব নেওয়া উচিত। যেখানে অভিজ্ঞদের ক্যারিয়ার শেষের পর্যায়ে আর তরুণদের সবে শুরু।’

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান