হোম > খেলা > ক্রিকেট

দুর্দান্ত ছন্দে থাকা জ্যোতির র‍্যাঙ্কিংয়ে উন্নতি

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হারলেও দুর্দান্ত খেলছেন নিগার সুলতানা জ্যোতি। দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নারী ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগোলেন বাংলাদেশ অধিনায়ক। 

গত শুক্রবার শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে ৫৬.৫০ গড়ে ১১৩ রান করেছেন জ্যোতি, যা সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাতে ৯ বছর পর লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশি এই ব্যাটার চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮ নম্বরে। 

র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন শ্রীলঙ্কার মেয়েরা। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন চামারি আতাপাত্তু। বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে ১০৩ রান করেছেন তিনি। হারশিতা সামারাবিক্রমা ১২ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন তিনি। সিরিজে সর্বোচ্চ ১২৫ রান করেছেন তিনি। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চারের মধ্যে তিনজনই অস্ট্রেলিয়ান। এক, দুই ও চারে আছেন তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি ও মেগ ল্যানিং। 

বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন সানজিদা আকতার মেঘলা। আর পাঁচ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন ইনোকা রনবীরা। বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৪ উইকেট নিয়েছেন তিনি। সিরিজে সর্বোচ্চ ৫ উইকেট নেওয়া উদেশিকা প্রবোধনি ২১ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে আর ২০ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন সুগন্দিকা কুমারি।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা