বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১২ সদস্যের স্কোয়াডে নেই নিয়মিত মুখ অলরাউন্ডার জেসন হোল্ডার ও পেসার কেমার রোচ। নেই টেস্ট দলের আরেক পরিচিত মুখ পেসার শেনন গ্যাব্রিয়েলও।
আগামী ১৬ জুন অ্যান্টিগায় প্রথম টেস্ট। সিরিজ থেকে ছুটি নেওয়ায় স্কোয়াডে রাখা হয়নি তারকা অলরাউন্ডার হোল্ডারকে। পেসার কেমার রোচ ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পারলে তাঁকে যোগ করা হবে বলে জানিয়েছে ক্রিকেট উইন্ডিজ। দুই টেস্টের দলে অভিষেকের অপেক্ষায় থাকা তিন নতুন মুখের জায়গা হয়েছে।
উইকেটরক্ষক-ব্যাটার ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতির সঙ্গে আরেক নতুন মুখ পেসার অ্যান্ডারসন ফিলিপ। থমাস ও মোতির এর মধ্যে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় হয়েছে। তবে কোনো সংস্করণেই এখনো অভিষেক হয়নি ফিলিপের।
রিজার্ভ খেলোয়াড় হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে দুজনকে। শেরমন লুইসের সঙ্গে জায়গা পেয়েছেন সাবেক ক্যারিবীয়ান ব্যাটিং তারকা শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমান বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস।
রিজার্ভ: ত্যাগনারায়ণ চন্দরপল ও শেরমন লুইস