হোম > খেলা > ক্রিকেট

আজ যত রেকর্ড গড়ল বাংলাদেশ

আয়ারল্যান্ড সিরিজে রেকর্ডের পর রেকর্ড গড়ছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও রেকর্ড গড়ে চলেছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একগাদা রেকর্ড গড়েছে সাকিব আল হাসানের দল। 

দ্রুততম ফিফটি: বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটি করেছেন লিটন দাস। ১৮ বলে ফিফটি করেছেন লিটন। তাতে ভেঙেছে মোহাম্মদ আশরাফুলের ১৬ বছরের পুরোনো রেকর্ড। ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ বলে ফিফটি করেছিলেন আশরাফুল। 

সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি: বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে আজ। ৯.২ ওভারে ১২৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন লিটন ও রনি তালুকদার। এর আগে এই রেকর্ড গড়েছিলেন নাঈম শেখ ও সৌম্য সরকার।   ২০২১ সালে হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৩.১ ওভারে ১০২ রান যোগ করেছিলেন নাঈম-সৌম্য।

টানা দুই ম্যাচে ২০০: বৃষ্টির কারণে চট্টগ্রামে আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টির ওভার কমিয়ে ১৭ ওভারে আনা হয়েছে। ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রান করেছে বাংলাদেশ। টানা দুই টি-টোয়েন্টিতে ২০০ এর রেকর্ড গড়ল বাংলাদেশ। একই মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান করেছিল স্বাগতিকেরা। সেবারও বৃষ্টির কারণে ৪ বল কম হয়েছিল।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা