হোম > খেলা > ক্রিকেট

ফের বর্ণবৈষম্য ইস্যুতে উঠে আসছে ডি ভিলিয়ার্স-স্মিথের নাম

বর্ণবৈষম্য বিতর্ক যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। এই এক বর্ণবৈষম্যের জন্য কী হয়নি প্রোটিয়া ক্রিকেটে? বর্ণবাদের কারণে একটা সময় ক্রিকেট থেকে ২২ বছরের নিষেধাজ্ঞায় ছিল দলটি। তবু প্রায়ই প্রোটিয়া ক্রিকেটে ফিরে এসেছে এই বর্ণবাদ ইস্যু। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কুইন্টন ডি ককের হাঁটু গেঁড়ে বসতে না চাওয়া নিয়ে এই বিতর্ক আবার সামনে আসে। যদিও পরে তিনি হাঁটু গেঁড়ে বসতে রাজি হন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে এখনো বর্ণবৈষম্য আছে কি না, তা তদন্ত করে দেখছিল এসজেএন কমিশন। যেখানে উঠে এসেছে সাবেক দুই অধিনায়ক গ্রায়াম স্মিথ ও এবি ডি ভিলিয়ার্সের মতো তারকাদের নাম। 

এসজেএন কমিশনের পেশ করা ২৩৫ পাতার রিপোর্টে উঠে এসেছে চমকে যাওয়ার মতো আরও তথ্য। সেখানে পরিষ্কার করা হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, তারকা ক্রিকেটারসহ অনেকের বিরুদ্ধে দলের মধ্যে বর্ণবৈষম্যের অভিযোগ। অভিযোগের তীর বোর্ডের বর্তমান ডিরেক্টর স্মিথ, দক্ষিণ আফ্রিকা দলের কোচ ও সাবেক উইকেটকিপার ব্যাটার মার্ক বাউচার এবং ডি ভিলিয়ার্সের দিকে। 

২০১২ সালে থামি সোলেকিলসকে না খেলানো নিয়ে স্মিথের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বাউচার অবসর নেওয়ার পরও উইকেটকিপার ব্যাটার হিসেবে থামিকে ভাবা হয়নি। স্মিথের অধিনায়কত্বের ওই সময়টাতে দক্ষিণ আফ্রিকা বোর্ড, স্মিথ নিজে ও নির্বাচকেরা মিলে অনেক কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের ক্যারিয়ার নষ্ট করার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে অভিযোগ—২০১৫ সালে ভারত সফরে খায়া জন্ডোকে খেলাননি তিনি। তখন অধিনায়ক ছিলেন ডি ভিলিয়ার্স। অলরাউন্ডার জেপি ডুমিনি দল থেকে ছিটকে যাওয়ার পর জন্ডোকে না খেলিয়ে সিরিজের শেষ ম্যাচে টেস্ট দলে থাকা ডিন এলগারকে খেলান তিনি। 

বাউচার আগেই স্বীকার করে নিয়েছেন সতীর্থ স্পিনার পল অ্যাডামসকে বর্ণের ভিত্তিতে একটা বিশেষ নামে ডাকা। যে নামকরণের মূলে ছিলেন তিনিও। তবে বাউচার এই তদন্ত প্রক্রিয়াকে সমর্থন করলেও বর্ণের ভিত্তের কোনো সিদ্ধান্ত নেননি বলে জানান বাউচার। তিনজনই কোনো না কোনোভাবে দলের মধ্যে বর্ণবৈষম্যকে প্রশ্রয় দিয়েছেন বলে অভিযোগ। দায়িত্বে থাকার সময় দল নির্বাচন করেছেন বর্ণের ভিত্তিতে এমন অভিযোগও আছে! দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে চিরস্থায়ী রদবদলের নির্দেশও দিয়েছে এসজেএন কমিশন। 

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি