হোম > খেলা > ক্রিকেট

বিধ্বংসী ক্রিকেট খেলা ব্রুক ফেব্রুয়ারির সেরা 

বিধ্বংসী ক্রিকেট খেলতেই যেন পছন্দ হ্যারি ব্রুকের। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—সব সংস্করণেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন হ্যারি ব্রুক। আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার।

আজ নিজেদের ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। ব্রুকের সঙ্গে মাসসেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা ও গুড়াকেশ মোতি। জাদেজা ও মোতিকে হারিয়ে ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার হয়েছেন ব্রুক। গত মাসে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন ব্রুক। তিন ম্যাচে ৬৭ গড় ও ১০৯.১২ স্ট্রাইকরেটে ৩৩৫ রান করেছিলেন। ১ সেঞ্চুরি ও ২ ফিফটি করেন ইংল্যান্ডের এই ব্যাটার। জাদেজা ও মোতি ১৯ ও ১৭ উইকেট নিয়েছিলেন।

মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অ্যাশলে গার্ডনার। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ও নাটালি স্কাইভার ব্রান্টকে টপকে গত মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন গার্ডনার। দক্ষিণ আফ্রিকায় গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টসেরা হয়েছিলেন তিনি। ৩৬.৬৭ গড় ও ১১৯.৫৬ স্ট্রাইকরেটে ১১০ রান এবং ৬.২৫ ইকোনমিতে ১০ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ