হোম > খেলা > ক্রিকেট

বিধ্বংসী ক্রিকেট খেলা ব্রুক ফেব্রুয়ারির সেরা 

বিধ্বংসী ক্রিকেট খেলতেই যেন পছন্দ হ্যারি ব্রুকের। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—সব সংস্করণেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন হ্যারি ব্রুক। আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার।

আজ নিজেদের ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। ব্রুকের সঙ্গে মাসসেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা ও গুড়াকেশ মোতি। জাদেজা ও মোতিকে হারিয়ে ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার হয়েছেন ব্রুক। গত মাসে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন ব্রুক। তিন ম্যাচে ৬৭ গড় ও ১০৯.১২ স্ট্রাইকরেটে ৩৩৫ রান করেছিলেন। ১ সেঞ্চুরি ও ২ ফিফটি করেন ইংল্যান্ডের এই ব্যাটার। জাদেজা ও মোতি ১৯ ও ১৭ উইকেট নিয়েছিলেন।

মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অ্যাশলে গার্ডনার। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ও নাটালি স্কাইভার ব্রান্টকে টপকে গত মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন গার্ডনার। দক্ষিণ আফ্রিকায় গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টসেরা হয়েছিলেন তিনি। ৩৬.৬৭ গড় ও ১১৯.৫৬ স্ট্রাইকরেটে ১১০ রান এবং ৬.২৫ ইকোনমিতে ১০ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।

বিকেলে কাঁপালেন মোস্তাফিজ, রাতে সাকিব

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক

বিপিএলে রাজশাহীর উইকেটরক্ষক আসলে কে, মুশফিক নাকি আকবর