হোম > খেলা > ক্রিকেট

সমুদ্র তীরে মুমিনুল-রাজাদের ভলিবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় চার বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ। প্রথম ধাপের বিমানে উইন্ডিজে পৌঁছেছেন টেস্ট দলের বেশ কয়েকজন সদস্য। প্রথম দিন ঘুমিয়ে কাটানোর পর দ্বিতীয় দিনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল মুমিনুল হকদের।

অ্যান্টিগা থেকে বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল ক্রিকেটারদের। সমুদ্রের তীরে সাদা বালুর ওপর ভলিবল খেলে সময় কাটাচ্ছেন মুমিনুলরা। অভিষেকের অপেক্ষায় থাকা পেসার রেজাউর রহমান রাজা ভিডিও বার্তায় বলেন, ‘লম্বা যাত্রা শেষে ক্লান্তি লাগছিল। আমরা ঘুমিয়েছিলাম। সবাই চেষ্টা করেছি রাতে ঘুমানোর। সারা রাত ঘুমিয়ে সকালে সমুদ্রের তীরে রানিং করলাম। পর দিন বিশ্রাম করে বিকেলে সমুদ্রের পাশে ঘুরলাম।’ 

আজ দ্বিতীয় দিনও একইভাবে সময় কাটাবেন ক্রিকেটাররা। নিজেদের পরিকল্পনা নিয়ে রাজা বলেন, ‘আমরা রাতে ঘুমানোর চেষ্টা করেছি। সকালে রানিং করেছি। আজ বিকেলে একটু জিম সেশন করেছি। এখন বিচে নামব। এভাবেই যাচ্ছে, চেষ্টা করছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার।’

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে টাকা দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড