হোম > খেলা > ক্রিকেট

মাউন্ট মঙ্গানুই ফিরছে সিলেটে

পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের মতো ইতিহাসও ঘুরে ফিরে একই বিন্দুতে এসে মিলে যায়। সিলেট টেস্টে বাংলাদেশকে জয়ের সুবাস পেতে দেখে একটু অতীত থেকে ঘুরে আসতে পারেন কেউ কেউ। সেই অতীত অবশ্য বেশি দূরের নয়। গত বছর বাংলাদেশ ক্রিকেটের প্রথম সূচিটা শুরু হয়েছিল বছরের প্রথম দিনেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের ঐতিহাসিক স্মৃতি হয়তো এখনো তরতাজা মুমিনুল হকের কাছে, তিনিই যে অধিনায়ক ছিলেন! 

সেই টেস্ট বাংলাদেশের ক্রিকেটের জন্য এক মাইলফলকও বটে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ও একমাত্র টেস্ট জয় যে ওটিই এখনো পর্যন্ত। সেটিও তাদের মাটিতে। এবার সংখ্যাটা দুই করার খুব কাছাকাছি বাংলাদেশ। শেষ দিনে যদি অলৌকিক ও অবিশ্বাস্য কিছু না ঘটে তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার স্বাগতিকদের। 

পঞ্চম ও শেষদিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার মাত্র ৩ উইকেট। কিউইদের দরকার ২১৯ রান। দিনের শেষ দিকে ইশ সোধি (৭) যদি এলবিডব্লিউর হাত থেকে বেঁচে না যেতেন আজই হয়তো জয় উদ্‌যাপন করতে পারতেন শান্তরা। কিন্তু গতকালকের মতো আজও আলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে দিন শেষ করতে হয়েছে। আগামীকাল একলা লড়াই করতে থাকা ড্যারিল মিচেল (৪৪) কতটুকু কী করতে পারেন, সেটিই দেখার। 

চতুর্থদিনেই স্পিনবান্ধব হয়ে পড়া উইকেটে কিউইদের পরীক্ষায় নিয়েছেন তাইজুল ইসলাম। ৭ উইকেটে ১১৩ রানে দিন পার করা সফরকারীদের ৪ উইকেটেই গেছে এই বাঁহাতি স্পিনারের পকেটে। ৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শরীফুল ইসলামের করা প্রথম ওভারেই টম লাথামের (০) বিদায়ই যেন গতিপথ ঠিক করে দেয় ম্যাচের। স্কোরবোর্ডে তখন কোনো রানই জমা পড়েনি। তবে কিউইরা বড় ধাক্কাটা খায় দলীয় ১৯ রানে তাইজুলের বলে অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসের (১১) বিদায়ে। এরপর মিচেল একপ্রান্ত আগলে রাখলেও অন্যরা এলেন গেলেন। 

এমন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কিউইরা এই টেস্ট জিতলে ইতিহাসই গড়বে। নিজেদের ইতিহাসে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড পাকিস্তানের বিপক্ষে, ক্রাইস্টচার্চে। ১৯৯৪ সালে জিতেছিল ৩২৪ রান তাড়া করে। তবে বাংলাদেশের বিপক্ষে তেমন কিছু দূরে থাক, ম্যাচ বাঁচানোটাই এখন কঠিন তাদের জন্য। গত বছর যেখান থেকে শুরু, এবার যেন সেখান থেকেই শেষ করছে বাংলাদেশ। বছরের শেষ টেস্ট সিরিজ যে এটিই। অর্থাৎ, কিউইদের বিপক্ষে বাংলাদেশের জয়ের মালার সুতোর শুরুর প্রান্ত যদি হয় মাউন্ট মঙ্গানুই, সিলেট টেস্ট সেখানে আরেকটি ফুলের সংযোজন হতে যাচ্ছে। 

বাংলাদেশ দিন শুরু করে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২১২ রান নিয়ে। তবে শুরুতেই বড় ধাক্কা। আগেরদিনের সেঞ্চুরিয়ান শান্ত আর মাত্র ১ রান করতেই ফেরেন সাজঘরে। দিনের দ্বিতীয় ওভারে টিম সাউদির বলে টম ব্লান্ডেলের গ্লাভসে বন্দী হোন বাংলাদেশ অধিনায়ক। ১৯৮ বলে বলে থামে শান্তর ১০৫ রানের ইনিংস। সতীর্থকে শুরুতে হারালেও ফিফটি থেকে ৭ রান দূরে থেকে আগেরদিন পার করা মুশফিকুর রহিম চেয়েছিলেন স্কোরটাকে বড় করতে। তবে তাঁকে থামতে হয় ৬৭ রানে। বাংলাদেশ তিনশো পেরোনো স্কোর পায় মেহেদী হাসান মিরাজের অপরাজিত ৫০ রানের সুবাদে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৩৩৮ রানে। এর আগে তারা ৩১০ রান করেছিল প্রথম ইনিংসে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ৩১৭ রান।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার