হোম > খেলা > ক্রিকেট

আফিফ-লিটনের ব্যাটে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন লিটন দাস। সেটা বড় স্কোরের দিকে টেনে নিলেন আফিফ হোসেন ধ্রুব। তাঁদের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াইয়ের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৬৪ রান।

আজ গায়ানায় সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৫ উইকেটে স্কোর বোর্ডে ১৬৩ রান যোগ করেন মাহমুদউল্লাহরা।

লম্বা সময় পর উদ্বোধনী জুটিতে ৩৫ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তবে দারুণ শুরুটা ধরে রাখতে পারেননি ওপেনার এনামুল হক বিজয়। একপ্রান্তে লিটন রান করলেও অন্যপ্রান্তে ধুকতে থাকা এই ব্যাটারকে ১০ রানে ফেরান ওডিন স্মিথ।

তিনে এসে শুরুতে চার মেরে রানের খাতা খোলেন সাকিব আল হাসান। তবে থিতু হওয়ার আগেই ক্যাচে ফেরেন সাকিব (৫)। তিনে নেমে ৯৯৯ রান করেছেন বাঁহাতি ব্যাটার। শুরু থেকে দারুণ ব্যাটিং করেও ফিফটি করতে পারলেন না লিটন। ৪৯ রান করে হেইডেন ওয়ালশের শিকার হন তিনি।

চতুর্থ উইকেটের জুটিতে বাংলাদেশ বড় সংগ্রহের পথ দেখান আফিফ হোসেন। তাকে সঙ্গে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২২ রান করে রিয়াদ ফিরলে ভাঙে তাঁদের ৪৯ রানের জুটি। এরপর ৩৭ বলে ফিফটি করেই রান আউটে ফেরেন আফিফও। শেষ পর্যন্ত বাংলাদেশ তোলে ১৬৩ রান।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ