হোম > খেলা > ক্রিকেট

আফিফ-লিটনের ব্যাটে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন লিটন দাস। সেটা বড় স্কোরের দিকে টেনে নিলেন আফিফ হোসেন ধ্রুব। তাঁদের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াইয়ের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৬৪ রান।

আজ গায়ানায় সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৫ উইকেটে স্কোর বোর্ডে ১৬৩ রান যোগ করেন মাহমুদউল্লাহরা।

লম্বা সময় পর উদ্বোধনী জুটিতে ৩৫ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তবে দারুণ শুরুটা ধরে রাখতে পারেননি ওপেনার এনামুল হক বিজয়। একপ্রান্তে লিটন রান করলেও অন্যপ্রান্তে ধুকতে থাকা এই ব্যাটারকে ১০ রানে ফেরান ওডিন স্মিথ।

তিনে এসে শুরুতে চার মেরে রানের খাতা খোলেন সাকিব আল হাসান। তবে থিতু হওয়ার আগেই ক্যাচে ফেরেন সাকিব (৫)। তিনে নেমে ৯৯৯ রান করেছেন বাঁহাতি ব্যাটার। শুরু থেকে দারুণ ব্যাটিং করেও ফিফটি করতে পারলেন না লিটন। ৪৯ রান করে হেইডেন ওয়ালশের শিকার হন তিনি।

চতুর্থ উইকেটের জুটিতে বাংলাদেশ বড় সংগ্রহের পথ দেখান আফিফ হোসেন। তাকে সঙ্গে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২২ রান করে রিয়াদ ফিরলে ভাঙে তাঁদের ৪৯ রানের জুটি। এরপর ৩৭ বলে ফিফটি করেই রান আউটে ফেরেন আফিফও। শেষ পর্যন্ত বাংলাদেশ তোলে ১৬৩ রান।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা