হোম > খেলা > ক্রিকেট

সিরিজ হারের শঙ্কা নিয়ে দিন পার ভারতের

ক্রীড়া ডেস্ক    

অপরাজিত আছেন টম ব্লান্ডেল। ছবি: এএফপি

পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টেও ভারতকে চোখ রাঙানি দিচ্ছে হার। নিজেদের তৈরি করা ঘূর্ণি ফাঁদে পড়েছে ভারত নিজেরাই। ১০৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে আজ। এরই মধ্যে সফরকারীদের লিড হলো ৩০১।

রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার সঙ্গে ওয়াশিংটন সুন্দর—তিন স্পিনার নিয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ঘূর্ণি মঞ্চে নেমেছিল ভারত। সাড়ে তিন বছর পর টেস্ট দলে সুযোগ পেয়ে ওয়াশিংটন দেখালেন ঝলক। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে কিউইদের থামালেন ২৫৯ রানে।

ব্যাটিংয়ে নেমে ভারত যেন আরও অসহায় হয়ে পড়ল স্পিন আক্রমণের সামনে। মিচেল স্যান্টনার-গ্লেন ফিলিপসদের জাদুতে ১৫৬ রানেই গুটিয়ে গেল তারা। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেছেন জাদেজা। জশস্বী জয়সওয়াল ও শুবমান গিল দুজনই করেছেন ব্যক্তিগত ৩০ রান। কালেভদ্রে টেস্ট খেলা স্যান্টনার নিয়েছেন ৭ উইকেট। দুটি উইকেট নিয়েছেন ফিলিপস।

১০৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসেও ভোগাচ্ছেন ওয়াশিংটন। ৫ উইকেটে ১৯৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে কিউইরা। এর মধ্যে ৪টি উইকেট নিয়েছেন এই স্পিনার। টম ব্লান্ডেল ৩০ ও ৯ রানে অপরাজিত আছেন ফিলিপস। তার আগে ওপেনার টম লাথাম খেলেছেন দলের গুরুত্বপূর্ণ ইনিংসটি। ১৩৩ বলে ৮৬ রান করেছেন তিনি। যদিও আক্ষেপ থাকল সেঞ্চুরির।

প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। পুনে টেস্টে প্রথম দুই ইনিংসে স্কোর ৩০০ করতে পারেনি কোনো দল। কিন্তু এরই মধ্যে কিউইদের লিড ৩০১। আগামীকাল তৃতীয় দিন এই লিড আরও বড় হবে সেটিও স্পষ্ট। সব মিলিয়ে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত যেন প্রথমবার সিরিজ হারের শঙ্কার মধ্যেই রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক