হোম > খেলা > ক্রিকেট

রোজা রেখে মুশফিকের এমন দুর্দান্ত সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলছে পবিত্র মাহে রমজানের মাস। ঢাকার আবহাওয়াও বেশ তপ্ত। এ তীব্র গরমে মুশফিকুর রহিম আজ তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মুশফিক অসাধারণ এক সেঞ্চুরি করেছেন রোজা রেখে।

কষ্ট হলেও রোজা রেখে বাংলাদেশের অনেক ক্রিকেটারই ম্যাচ খেলে থাকেন। মুশফিকও তাঁদের একজন। শুধু স্কিলের পরীক্ষাই নয়, শারীরিকভাবেও যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। মুশফিক সব চ্যালেঞ্জ উতরে গেছেন। আজ খেলেছেন ১২৬ রানের দুর্দান্ত এক ইনিংস। খেলেছেন ১৬৬ বল। ব্যাটিং শেষে ফিল্ডিং করেছেন। দিনের খেলা শেষেও চনমনে মুশিকেই দেখা গেল। তাঁর প্রাণশক্তি অবাক করার মতোই। দিনের খেলা শেষে মুশফিকের এক সতীর্থ আজকের পত্রিকাকে বলছিলেন, ‘মুশফিক ভাই রোজা রেখে যেভাবে খেলেছেন, তাঁর স্ট্যামিনা দেখে মুগ্ধ হতে হয়।’ 

৪০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকের তৃতীয় উইকেট জুটিতে সে চাপ সামলে ওঠে বাংলাদেশ। দুজন গড়েন ১৫৯ রানে জুটি। সাকিব সেঞ্চুরি হাতছাড়া করলেও মুশি সেঞ্চুরি করেই ফিরেছেন। তাঁর এই দুর্দান্ত ইনিংসে মুগ্ধ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘এটা অসাধারণ ছিল (মুশির সেঞ্চুরি)। যখন আক্রমণাত্মক হওয়ার তখন হয়েছে। যখন বাজে বল পেয়েছে মেরেছে। নিজের রক্ষণে খুব সুশৃঙ্খল ছিল। আমি এটা দেখে খুব খুশি। টেস্টে ক্রিকেটে আমাদের এটাই দরকার।’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড