হোম > খেলা > ক্রিকেট

রোজা রেখে মুশফিকের এমন দুর্দান্ত সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলছে পবিত্র মাহে রমজানের মাস। ঢাকার আবহাওয়াও বেশ তপ্ত। এ তীব্র গরমে মুশফিকুর রহিম আজ তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মুশফিক অসাধারণ এক সেঞ্চুরি করেছেন রোজা রেখে।

কষ্ট হলেও রোজা রেখে বাংলাদেশের অনেক ক্রিকেটারই ম্যাচ খেলে থাকেন। মুশফিকও তাঁদের একজন। শুধু স্কিলের পরীক্ষাই নয়, শারীরিকভাবেও যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। মুশফিক সব চ্যালেঞ্জ উতরে গেছেন। আজ খেলেছেন ১২৬ রানের দুর্দান্ত এক ইনিংস। খেলেছেন ১৬৬ বল। ব্যাটিং শেষে ফিল্ডিং করেছেন। দিনের খেলা শেষেও চনমনে মুশিকেই দেখা গেল। তাঁর প্রাণশক্তি অবাক করার মতোই। দিনের খেলা শেষে মুশফিকের এক সতীর্থ আজকের পত্রিকাকে বলছিলেন, ‘মুশফিক ভাই রোজা রেখে যেভাবে খেলেছেন, তাঁর স্ট্যামিনা দেখে মুগ্ধ হতে হয়।’ 

৪০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকের তৃতীয় উইকেট জুটিতে সে চাপ সামলে ওঠে বাংলাদেশ। দুজন গড়েন ১৫৯ রানে জুটি। সাকিব সেঞ্চুরি হাতছাড়া করলেও মুশি সেঞ্চুরি করেই ফিরেছেন। তাঁর এই দুর্দান্ত ইনিংসে মুগ্ধ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘এটা অসাধারণ ছিল (মুশির সেঞ্চুরি)। যখন আক্রমণাত্মক হওয়ার তখন হয়েছে। যখন বাজে বল পেয়েছে মেরেছে। নিজের রক্ষণে খুব সুশৃঙ্খল ছিল। আমি এটা দেখে খুব খুশি। টেস্টে ক্রিকেটে আমাদের এটাই দরকার।’

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন