হোম > খেলা > ক্রিকেট

রোজা রেখে মুশফিকের এমন দুর্দান্ত সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলছে পবিত্র মাহে রমজানের মাস। ঢাকার আবহাওয়াও বেশ তপ্ত। এ তীব্র গরমে মুশফিকুর রহিম আজ তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মুশফিক অসাধারণ এক সেঞ্চুরি করেছেন রোজা রেখে।

কষ্ট হলেও রোজা রেখে বাংলাদেশের অনেক ক্রিকেটারই ম্যাচ খেলে থাকেন। মুশফিকও তাঁদের একজন। শুধু স্কিলের পরীক্ষাই নয়, শারীরিকভাবেও যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। মুশফিক সব চ্যালেঞ্জ উতরে গেছেন। আজ খেলেছেন ১২৬ রানের দুর্দান্ত এক ইনিংস। খেলেছেন ১৬৬ বল। ব্যাটিং শেষে ফিল্ডিং করেছেন। দিনের খেলা শেষেও চনমনে মুশিকেই দেখা গেল। তাঁর প্রাণশক্তি অবাক করার মতোই। দিনের খেলা শেষে মুশফিকের এক সতীর্থ আজকের পত্রিকাকে বলছিলেন, ‘মুশফিক ভাই রোজা রেখে যেভাবে খেলেছেন, তাঁর স্ট্যামিনা দেখে মুগ্ধ হতে হয়।’ 

৪০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকের তৃতীয় উইকেট জুটিতে সে চাপ সামলে ওঠে বাংলাদেশ। দুজন গড়েন ১৫৯ রানে জুটি। সাকিব সেঞ্চুরি হাতছাড়া করলেও মুশি সেঞ্চুরি করেই ফিরেছেন। তাঁর এই দুর্দান্ত ইনিংসে মুগ্ধ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘এটা অসাধারণ ছিল (মুশির সেঞ্চুরি)। যখন আক্রমণাত্মক হওয়ার তখন হয়েছে। যখন বাজে বল পেয়েছে মেরেছে। নিজের রক্ষণে খুব সুশৃঙ্খল ছিল। আমি এটা দেখে খুব খুশি। টেস্টে ক্রিকেটে আমাদের এটাই দরকার।’

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট