হোম > খেলা > ক্রিকেট

‘বাংলাদেশে একটা সেঞ্চুরি করলে ব্র‍্যাডম্যানের চেয়ে বড় হয়ে যায়’

টেস্ট সেঞ্চুরির দেখা পেতে মুশফিকুর রহিমকে অপেক্ষা করতে হলো দীর্ঘ ২৭ মাস। এই সময়ে মাঠের বাইরে মুশফিককে শুনতে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সংবাদ সম্মেলনে সমালোচকদের উদ্দেশে তিক্ত মন্তব্য করা নিয়েও কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারকে। 

অবশেষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করে ব্যাটেই সবকিছুর জবাব দিলেন মুশফিক। আজ চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে আরও একবার সমর্থক, সমালোচক সবাইকে একটা বার্তা দিলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার। 

মুশফিক মনে করেন, ক্রিকেটারদের ভালো সময়ে সমর্থকেরা অতি আবেগী হয়ে পড়েন। আর খারাপ সময়ে তাদের (সমর্থকদের) খুঁজেই পাওয়া যায় না। কিছুটা আক্ষেপ নিয়ে মুশফিক বলেন,‘একমাত্র বাংলাদেশেই দেখেছি একটা সেঞ্চুরি করলে ব্র্যাডম্যানের চেয়ে বড় কিছু হয়ে যায়। আবার দুই-তিনটা ম্যাচে রান না করলে গর্তে ফেলে দেয়। এটা একমাত্র বাংলাদেশেই হয়। জানি না এটা কারা করে, এটা তাদের সমস্যা।’

দেশের ক্রিকেটের স্বার্থে আরও ভালোভাবে বাংলাদেশ দলকে সমর্থন করার আহ্বান জানান মুশফিক। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ৫০০০ ক্লাবে প্রবেশ করা মুশফিক জানিয়েছেন, এতে অনুপ্রাণিত হবে জুনিয়র ক্রিকেটাররা, ‘আমার মনে হয় তারা যদি আরও ভালোভাবে বাংলাদেশ দলকে সমর্থন জোগান তাহলে খেলোয়াড়দের জন্য ও বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও ভালো। কারণ আমরাতো সিনিয়র ক্রিকেটার, আমরা হয়তো বেশি দিন খেলবও না। আমি মনে করি জুনিয়র ক্রিকেটারদের যদি সমর্থনটা দেওয়া যায় তাহলে তারা আরও অনুপ্রাণিত হবে।’ 

ক্রিকেটারদের আসল কাজ মাঠে। তবে বিভিন্ন সময় মাঠের বাইরে তাদের আরও অনেক কিছু সামলাতে হয়। যা মাঠের খেলায় প্রভাব ফেলে উল্লেখ করে মুশফিক বলেন,‘অন দ্য ফিল্ড আমাদের এত কিছু করতে হয় এখন অফ দ্য ফিল্ডে যদি এগুলো করতে হয় তবে মাঠের কাজগুলো কঠিন হয়ে যায়।’ 

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট