হোম > খেলা > ক্রিকেট

আকমলদের সঙ্গে পাকিস্তানের নির্বাচক প্যানেলে বাট

সাবেক ক্রিকেটারদের দিয়ে নতুন করে নির্বাচক প্যানেল ঢেলে সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন তিন সাবেক ক্রিকেটার কামরান আকমল, রাও ইফতিখার আনজুম ও সালমান বাট। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সঙ্গে পরামর্শক সদস্য হিসেবে কাজ করবেন আকমল, ইফতিখার ও বাট। 

১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট। এরপর ২৬ ডিসেম্বর মেলবোর্নে ও ৩ জানুয়ারি সিডনিতে হবে সিরিজের শেষ দুই টেস্ট। এরপর ১২ জানুয়ারি নিউজিল্যান্ড সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আকমল, ইফতিখার, বাট-এই তিন জনের দায়িত্ব নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন করা। যেহেতু তারা এখন দল নির্বাচনের দায়িত্বে নেই, তাঁরা স্কিল ক্যাম্প পরিচালনার মতো বাড়তি দায়িত্বও তাদের দেওয়া হতে পারে। 

আকমল, ইফতিখার-দুজনের আগে নির্বাচকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এ বছরের শুরুতে পিসিবির জুনিয়রদের নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন আকমল। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ৮ সদস্যের কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। এই কমিটির দায়িত্ব ছিল আঞ্চলিক ও জেলা পর্যায়ে আঞ্চলিক ও জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়াল পরিচালনা করা। অন্যদিকে গত বছর পিসিবির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হয়েছিলেন শহীদ আফ্রিদি। তিন সদস্যের কমিটিতে ছিলেন ইফতিখার। 

বাটের জন্য পিসিবির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া এবারই প্রথম। ২০১০ এর আগস্টে লর্ডস টেস্টে স্পটফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এই টেস্টে পাকিস্তানের অধিনায়কও ছিলেন বাট। ১৩ বছর আগের লর্ডস টেস্টটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের সর্বশেষ ম্যাচ। ২০০৩ থেকে ২০১০-৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলেছেন। ১৩৫ ম্যাচে ৩৩.১৭ গড়ে ৫২০৯ রান করেছেন। ১১ সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন। যার মধ্যে টেস্টে ৩ সেঞ্চুরি ও ৮ সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে।

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক

বাজে রেকর্ডে এক ভারতীয়কে ছাড়িয়ে গেলেন আরেক ভারতীয় ক্রিকেটার

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ঘরোয়া ফুটবল স্থগিত

বিপিএলকে ‘টার্গেট’ করে জাতীয় দলে জায়গা করে নিতে চান রিপন

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী