নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অস্ট্রেলিয়া সিরিজে না খেলা লিটন দাস ও মুশফিকুর রহিম।
মোহাম্মদ মিঠুন ছাড়া সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের সবাই আছেন ১৯ সদস্যের স্কোয়াডে। আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ডের। সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
সূচি অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ১লা সেপ্টেম্বর। ৩ আর ৫ সেপ্টেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। দুই দিন বিরতি দিয়ে ৮ ও ১০ সেপ্টেম্বর হবে শেষ দুই টি-টোয়েন্টি।
বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।