মারা গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো। বনানীর এক হাসপাতালে আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
এক বিজ্ঞপ্তিতে বিসিবি আজ আলোর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। বিসিবি লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিসিবি পরিচালক জনাব আলমগীর খান আলো আজ সকালে বনানীর এক হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। তাঁর জানাজার নামাজ বারিধারা ডিওএইচএস মসজিদে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। বরিশালে আগামীকাল তাঁকে দাফন করা হবে।’
দীর্ঘদিন ধরেই আলো অসুস্থতায় ভুগছিলেন। ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর বেশ সুনাম ছিল। বিসিবি পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন আলো। ২০২৪ বিপিএলে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর বরিশাল ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী মিজানুর রহমান শিরোপা নিয়ে আলোর ঢাকার খানের ঢাকার বাসায় দেখা করেছেন। এবারই প্রথম বিপিএল জেতে বরিশাল।
বিসিবিতে শোকের ছায়া গতকাল থেকেই। বোর্ডের সিনিয়র কোচ জাফরুল এহসান ৬০ বছর বয়সে গতকাল চলে যান না ফেরার দেশে। তিনি ছিলেন লেভেল-৩ সার্টিফায়েড কোচ। বিপিএল, বিসিএলসহ বাংলাদেশ নারী দল ও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটের ব্যাটিং কোচও ছিলেন তিনি।