হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কাকে স্বস্তির খবর দিল আইসিসি

বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আজ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। 

গত ১০ নভেম্বর নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে আইসিসির নজরদারিতে ছিল এসএলসি। সে সময় আইসিসির পক্ষ থেকে বলা হয়েছিল, এসএলসি বেশ কিছু গুরুতর নিয়ম ভঙ্গ করেছে। বিশেষ করে স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত বোর্ডে সরকারি হস্তক্ষেপ একেবারে অগ্রহণযোগ্য। শ্রীলঙ্কা ক্রিকেটে সেটিই হয়েছে। এই কারণে আইসিসির এই খড়্গ নেমে আসা। 

বিশ্বকাপে ভারতের কাছে ৩০২ রানে হারের পর বোর্ডে দুর্নীতির অভিযোগ তুলে তৎকালীন বোর্ডের সব সদস্যদের বরখাস্ত করেছিলেন তখনকার ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে। দায়িত্ব দেওয়া হয় বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। ২৪ ঘণ্টার মধ্যে রানাসিংহের কমিটিকে অবৈধ ঘোষণা করে বোর্ড সদস্যদের পুনর্বহাল করেছিল শ্রীলঙ্কান সুপ্রিম কোর্ট। 

ক্রিকেট নিয়ে বোর্ড আর সরকারের টানাহেঁচড়ায় বিশ্বকাপের পরপরই লঙ্কান বোর্ডকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। আজ সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবৃতিতে দিয়ে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, লঙ্কান বোর্ড এখন আর সদস্যপদের কোনো নিয়ম লঙ্ঘন করছে না তারা, সে ব্যাপারে আইসিসির বোর্ড সন্তুষ্ট হয়েছে। আর যে কারণে উঠে গেছে দেশটির আন্তর্জাতিক ক্রিকেটে খেলার নিষেধাজ্ঞাও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক