টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের একটিও টেস্ট খেলুড়ে দলের লড়াই ছিল না। আইসিসির দুই সহযোগী দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছে পাপুয়া নিউগিনি। তবে আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম প্রথম দেখবে আইসিসির পূর্ণ সদস্য দুই দেশ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার লড়াই। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের ওপর চোখ থাকবে নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসানদেরও!
এ দুই দলের সঙ্গে ‘ডি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করতে হলে সহজ হিসাবে বাংলাদেশকে এ দুই দলের এক দলকে পয়েন্ট টেবিলে পেছনে ফেলতে হবে। তাই প্রতিদ্বন্দ্বীদের শক্তি-দুর্বলতার হদিস করতে ম্যাচটির দিকে নজর রাখতেই পারে বাংলাদেশ।