হোম > খেলা > ক্রিকেট

সংবাদ সম্মেলনে কোহলি-শাস্ত্রীর বদলে বুমরা কেন, প্রশ্ন আজহারউদ্দিনের

ভারতের অন্যতম সেরা অধিনায়ক মানা হয় মোহাম্মদ আজহারউদ্দিনকে। দলের দুঃসময়েও কাছে পাওয়া যেত আজহারউদ্দিনকে। নেতৃত্বে থাকাকালীন তাঁর চেয়ে ভালো মিডিয়া সামলাতে পারেননি কেউ।

অথচ এখন সম্পূর্ণ বিপরীত। ভারতীয় দল খারাপ করলেই কোচ-অধিনায়ক সংবাদমাধ্যমের সামনে আসতে ইতস্তত বোধ করেন। ব্যাপারটি নিয়ে ভীষণ চটেছেন আজহারউদ্দিন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় শঙ্কায় ভারত। বিরাট কোহলি-রোহিত শর্মাদের মলিন পারফরম্যান্সে যারপরনাই হতাশ সাবেকেরা। কেউ কেউ পারলে তো কোহলিকে কচুকাটা করে ছাড়েন!

তবে আজহারউদ্দিন উত্তরসূরিদের ব্যর্থতায় মনঃক্ষুণ্ন হননি। তিনি চটেছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক কোহলি কিংবা কোচ রবি শাস্ত্রী না এসে জাসপ্রীত বুমরাকে পাঠানোয়। তাঁর মতে, কোহলি-শাস্ত্রী ম্যাচ হারায় পালিয়ে বাঁচতে চাইছেন।

ভারতকে তিনটি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া আজহারউদ্দিনের ভাষ্য, ‘ম্যাচ হারায় লজ্জা কিসের? তোমাকে (কোহলিকে) সংবাদমাধ্যমের সামনে আসতে হবে, কথা বলতে হবে। জাতির সামনে তোমাকে জবাবদিহি করতে হবে। কেন ম্যাচ হারলে, সেটি জানার অধিকার জনগণের আছে। (সংবাদ সম্মেলনে) বুমরার কথা আর কোচ-ক্যাপ্টেনের কথা এক হতে পারে না।’

৫৮ বছর বয়সী এই আলোচিত অধিনায়ক কোহলিকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘তুমি যদি না আসো, তাহলে সবার মাঝে ভুল ধারণা জন্মাবে। মানুষ ভাববে দলে বিভেদ সৃষ্টি হয়েছে। গুজব ছড়ানো মোটেও ভালো কিছু নয়।’

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা