হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের ব্যালান্স এখন খেলবেন জিম্বাবুয়েতে

মাসখানেক আগেই জানা গিয়েছিল, জিম্বাবুয়ের হয়ে খেলবেন গ্যারি ব্যালান্স। বলতে গেলে, জন্মভূমির হয়ে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তিনি। কারণ, ব্যালান্সের জন্মস্থান জিম্বাবুয়ের রাজধানী শহর হারারেতে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন ব্যালান্স।

জন্মভূমির হয়ে খেলতে যেন তর সইছে না ব্যালান্সের। এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট দলে যোগ দিয়ে খুব রোমাঞ্চিত বোধ করছি। ভালো কোচ ও প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে খেলতে আর তর সইছে না।’

২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪ বছর ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন ব্যালান্স। ২৩ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। সাদা পোশাকে ৩৭.৪৫ গড়ে করেছিলেন ১৪৯৮ রান। ৪ সেঞ্চুরি ও ৭ ফিফটি করেছিলেন। আর ২১.২১ গড়ে ২৯৭ রান করেছিলেন, দুটো ফিফটি করেছিলেন।

সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানি, রেজিস চাকাভা ও মিল্টন শুম্বার মতো তারকা ক্রিকেটাররা খেলছেন না আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ১২ জানুয়ারি শুরু হবে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ ও ১৫ জানুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। ১৮,২১ ও ২৩ জানুয়ারি হবে তিন ওয়ানডে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সব ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবে। 

আয়ারল্যান্ড সিরিজে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল 
ক্রেইগ আরভিন (অধিনায়ক), গ্যারি ব্যালান্স, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্রাডলি ইভান্স, লুক জংগুই, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নুয়াচি, শন উইলিয়ামস।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ