হোম > খেলা > ক্রিকেট

ঢাকায় আটকা পড়লেন দক্ষিণ আফ্রিকার ৪ নারী ক্রিকেটারসহ ৫ জন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের পাঁচজন সদস্য। করোনার বিস্তার ঠেকাতে সরকারের দেওয়া বিধিনিষেধের কারণে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ না করেই দেশে ফিরে যাওয়ার কথা ছিল তাদের। রওনা দেওয়ার আগে নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করাতে হয় তাদের। সেখানে চার ক্রিকেটার ও একজন কর্মকর্তার ফলাফল পজেটিভ আসে। করোনার আক্রান্ত সবাই এখন আইসোলেশনে রয়েছেন।

করোনা আক্রান্ত চার ক্রিকেটার হলেন সিনালো জাফটা, লিয়াহ জোনস, নোবুলুমকো বানেটি ও রবিন শার্লি। কর্মকর্তা একজন হলেন দলের ম্যানেজার মারসিয়া লেতসোয়ালো। যারা করোনা নেগেটিভ হয়েছেন তারা সবাই ১৩ এপ্রিল ভোরে দক্ষিণ আফ্রিকার উদ্দ্যেশ্যে ঢাকা ছেড়েছেন। বাংলাদেশ নারী দলের সব ক্রিকেটারের করোনা পরীক্ষা ফলাফল নেগেটিভ এসেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মেয়েদের সবারই আজ দেশে ফেরার কথা ছিল। তবে তার আগে গতকাল টেস্ট করালে পাঁচ জনের ফল পজিটিভ আসে। বাকিরা ভোরে রওনা করেছেন। এই পাঁচ জন বর্তমানে ঢাকায় আইসোলেশনে আছেন।

মনজুর হোসাইন আরও বলেন, তাদের ফল পজিটিভ আসার কোনো কারণ নেই। এখানে এসে তারা জৈব সুরক্ষা বলয়ীর মধ্যে ছিলেন। এমনকি প্রতি তিন দিন পর পর পরীক্ষা করিয়েছি আমরা। আজ আবার করোনা পরীক্ষা করানো হবে। নেগেটিভ বা পজিটিভ যেটিই আসুক, ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা।’ 

সিলেটে চারটি ওয়ানডে ম্যাচ খেলে সবগুলো ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল।

শুরুটা দারুণ হলেও শেষটা বাজে তাসকিনের

চুরির আগে চোর ধরার উপায় বের করেছে বিসিবি

বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি, রংপুর কোচ

‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করবে বিসিবি

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

কবে অবসর নেবেন রোহিত শর্মা

ভারতকে হারিয়ে ২১ লাখ টাকা পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা

আইসিসি কেন এই সিস্টেমের খরচ বহন করছে না, প্রশ্ন স্টার্কের