হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে বুমরাকে তাহলে কবে দেখা যাচ্ছে

ক্রীড়া ডেস্ক    

আইপিএলে বুমরা কবে খেলবেন, সেটা এখনো অনিশ্চিত। ছবি: এএফপি

জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি জসপ্রীত বুমরাকে। কারণ, পিঠের চোট যে তাঁকে বড্ড ভোগাচ্ছে। ২০২৫ আইপিএলেও ভারতীয় এই পেসার পুরোটা সময় খেলতে পারবেন না।

২২ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এদিকে ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, মুম্বাই ইন্ডিয়ানস দলে বুমরা এপ্রিলের শুরুতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিম থেকে ছাড়পত্র পাওয়া সাপেক্ষে সবকিছু নির্ভর করছে। এমনটা হলে মুম্বাইয়ের প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না বুমরা। ২৩ মার্চ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ২৯ ও ৩১ মার্চ গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই মাসের শেষ দুই ম্যাচ খেলবে মুম্বাই।

এ বছরের ৪ জানুয়ারি বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে পিঠের চোটে পড়েন বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি তিনি। তিন দিনে শেষ হওয়া সেই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ৬ উইকেটে। এরপর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিটনেস সাপেক্ষে রাখা হয়েছিল বুমরাকে। তবে সেই সিরিজে একটা ম্যাচও খেলতে পারেননি তিনি। এই তারকা পেসারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল ভারত। তবে বুমরার অভাব তারা টুর্নামেন্টে অনুভব করেনি। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত জিতেছিল আইসিসির এই ইভেন্ট।

এর আগে পিঠের চোটে পড়ায় ২০২৩ আইপিএল মিস করেছেন বুমরা। এবারের আইপিএলেও ঠিক কবে মাঠে ফিরবেন ভারতীয় তারকা পেসার, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ২০১৩ থেকে এখন পর্যন্ত আইপিএলে ১৩৩ ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন তিনি। বোলিং করেছেন ৭.৩০ ইকোনমিতে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়েই খেলছেন।

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ