হোম > খেলা > ক্রিকেট

পরিবারের সঙ্গে ঈদ উপভোগ করছেন তাসকিন, ঈদের শুভেচ্ছা জানালেন মিরাজ-মাহমুদউল্লাহরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে আজ উদ্‌যাপন করা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর। ঈদের সকালে পাজামা-পাঞ্জাবি পরিহিত ব্যক্তিরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন। একে অপরকে বলছেন, ‘ঈদ মোবারক’। জনসাধারণ থেকে শুরু করে ক্রিকেটাররাও করছেন ঈদ উদ্‌যাপন। তাসকিন আহমেদ-মাহমুদউল্লাহ রিয়াদরা জানালেন ঈদের শুভেচ্ছা।

তাসকিন এবার ঈদ উদ্‌যাপন করছেন পরিবারের সঙ্গে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাবা ও ছেলের সঙ্গে ছবি পোস্ট করেছেন তাসকিন। বাংলাদেশের তারকা পেসার মোহাম্মদপুরের ঈদগাহে সকালে ঈদের নামাজ পড়েছেন। তাসকিনের ঈদ কেমন কাটছে—ঈদের সকালে জানতে চাইলেন সাংবাদিকেরা। ২৯ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। পরিবারের সবার সঙ্গে ঈদ করতে পারছি। এটা অনেক সৌভাগ্য এবং আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। পরিবারের সঙ্গে ঈদ করা স্পেশাল। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।

তাসকিনের চাওয়া, ঈদ সবার ভালো কাটুক এবং সবাইকে সৃষ্টিকর্তা সুস্থ রাখুন। বাংলাদেশের তারকা পেসার সাংবাদিকদের বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করা সব সময় স্পেশাল। ছোটবেলার মতো এখনো ঈদগাহে আসি। সবাই দোয়া কইরেন। আল্লাহ সুস্থ রাখুন। সবাই ঈদ উপভোগ করেন। আগামী বছরের ঈদে কে কোথায় থাকেন। সেজন্য বর্তমানটা উপভোগ করা উচিত।’

সুন্দর ঈদের সকালে ছবি পোস্ট করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: ফেসবুক

মোহাম্মদপুরের ঈদগাহে তাসকিনের সঙ্গে এসেছে তাঁর ছেলে তাসফিন। ছেলেকে নিয়ে ঈদগাহে আসা তাসকিনের কাছে বিশেষ কিছু। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘এটা আসলে অন্য রকম। চাইব যেন সবাই একসঙ্গে ঈদ করতে পারি। সবাইকে ঈদ মোবারক।’ ঈদের সকালে ভক্তদের সঙ্গে সেলফি তুলেছেন।

ঈদের সকালে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন মাহমুদউল্লাহ-মিরাজরাও। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সুন্দর ঈদের সকাল।’মিরাজ ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’ শরীফুল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ঈদ মুবারাক। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: ফেসবুক

নাজমুল হোসেন শান্তর এবারের ঈদ কেটেছে পরিবার ও শৈশবের বন্ধুদের সঙ্গে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে ছবি পোস্ট করে শান্ত লিখেছেন, ‘শৈশবের বন্ধুদের সঙ্গে ভালো সময় কেটেছে। আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। আপনাদের হৃদয় ভালোবাসা ও শান্তিতে পূর্ণ হোক,এই শুভকামনা।’ আর তামিম ইকবালও গতকাল ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে