হোম > খেলা > ক্রিকেট

দ্রুত রান তাড়ায় চাপে আফগানিস্তান

মিইয়ে যাচ্ছে আফগানিস্তানের সুপার ফোর খেলার আশা। সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কার দেওয়া ২৯২ রানের লক্ষ্য ৩৭.১ মধ্যে তাড়া করতে হবে আফগানদের। লক্ষ্য তাড়া করতে নেমে পদচ্যুত আফগানরা এর মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে। 

স্কোরবোর্ডে রান উঠেছে ৭৫। এই প্রতিবেদন লেখার সময় ১২ ওভারের খেলা চলছে। উইকেটে আছেন রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। অবশ্য আফগানরা শুরুতেই ধাক্কা খায় আক্রমণাত্মক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের উইকেট হারিয়ে। ইনিংসের তৃতীয় ওভারে কাসুন রাজিথার বলে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন গুরবাজ। 

দ্রুত রান তোলার তাগিদ থাকায় রহমতের জায়গায় এদিন তিনে নামানো হয় গুলবাদিন নাইবকে। আশা জাগানিয়া শুরু হলেও ইনিংস লম্বা করতে পারেননি গুলবাদিন। ১৬ বলে তাঁর ২২ রানের ইনিংস শেষ হয়েছে পাতিরানার বলে এলবিডব্লিউ হয়ে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি গুলবাদিনের।

এর আগে আগের ম্যাচের সেরা ব্যাটার ইব্রাহিম জাদরানের উইকেটও হারায় আফগানিস্তান। পেসার রাজিথার বলে বোল্ড হয়ে ৭ রানে ফিরেছেন তিনি। এখান থেকে ম্যাচ বের করতে হলে বিশেষ কিছুই করতে হবে আফগানদের। যদিও ম্যাচের যত সময় যাচ্ছে, কাজটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে আফগানিস্তানের জন্য।

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ