হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের কাছে হারের কথাও ভারতকে মনে করালেন প্রসাদ 

সীমিত ওভারের ক্রিকেটে সময় তেমন একটা  ভালো যাচ্ছে না ভারতের। ধারাবাহিকভাবে সিরিজ জিততে পারছে না তারা। গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ভারত। ভারতের এই পরাজয়ে বাংলাদেশ সিরিজের কথাও মনে করিয়ে দিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ।

ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে সেমিফাইনালেই শেষ হয় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পথচলা। এর পর থেকেই সাদা বলের ক্রিকেটে অম্লমধুর সময় কাটাচ্ছে ভারত। বিশ্বকাপের পরপরই নিউজিল্যান্ড সফরে ভারত টি-টোয়েন্টি সিরিজে জিতলেও হেরে যায় ওয়ানডে সিরিজে। এরপর বাংলাদেশ সফরে এসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। এরপর ঘরের মাঠে টানা চার সীমিত ওভারের ক্রিকেটে সিরিজ জিতেছে ভারতীয়রা। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড দুই দলের বিপক্ষেই ওয়ানডে, টি-টোয়েন্টি-দুই সংস্করণেই জিতেছে ভারত।

সাদা বলের ক্রিকেটে টানা চার সিরিজ জেতা ভারত ধাক্কা খায় অস্ট্রেলিয়ার কাছে। ঘরের মাঠে প্রথম ওয়ানডে জিতলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ হেরে যায়। আর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে ভারত জিতেছে। এরপর টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ৩-২ ব্যবধানে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ এবারের ২০২৩ বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি। এমনকি ক্যারিবীয়রা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্ব উতড়াতে পারেনি। উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারায় ভারতের ওপর চটেছেন প্রসাদ। ভারতের সাবেক পেসার গত রাতে টুইট করেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে ভারত এখন খুব খুব সাধারণ মানের দল। তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে যারা কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বে খেলতে পারেনি। বাংলাদেশের কাছেও ওয়ানডে সিরিজে আমরা হেরেছি। ফালতু কথা বাদ দিয়ে কারণ খোঁজা উচিত।’

এই নিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত খেলেছে পাঁচবার। যার মধ্যে তিন বার খেলেছে স্বাগতিক হিসেবে ও দুইবার সফরকারী দল হিসেবে। পাঁচবারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাছেই প্রথমবার এভাবে (পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ) হেরেছে ভারত। এর আগে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল ভারতীয়রা। আর ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ ২-২ সমতায় ড্র হয়েছিল।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি