হোম > খেলা > ক্রিকেট

১ম ইনিংসে মিরপুরে এমন ‘বিব্রত’ আগে হয়নি বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এত বাজে ব্যাটিং! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের খাঁ-খাঁ করা গ্যালারিতে যে অল্পসংখ্যক দর্শক এসেছেন, বাংলাদেশের বাজে ব্যাটিংয়ে তাঁরা চরম হতাশ। ভারত সফরের ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ৪০.১ ওভারে অলআউট হয়েছে ১০৬ রানে। 

আর এতে নিজেদের মাঠে বিব্রতকর এক রেকর্ড সঙ্গী হলো বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে এটিই সর্বনিম্ন রান। এই মাঠ প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন রানও বাংলাদেশের—গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ১৭২ রানে। 

মিরপুর টেস্টে সর্বনিম্ন রানের ইনিংসটি বাংলাদেশের, ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ১০৬ রান এ মাঠ দ্বিতীয় সর্বনিম্ন। মিরপুরে ঘূর্ণি উইকেট বানিয়ে এশিয়ার বাইরের দলগুলোর বিপক্ষে টেস্ট জেতার কৌশল বাংলাদেশের পুরোনো। আজ নিজেদের ফাঁদেই হাঁসফাঁস অবস্থা তাদের। যদিও প্রোটিয়া পেসাররাই বেশি সফল হয়েছে এ পিচে। আজ বাংলাদেশের ৬ উইকেটই দক্ষিণ আফ্রিকার দুই পেসারের দখলে, বাকি ৪ উইকেট নিয়েছেন তাদের দুই স্পিনার। 

অবশ্য বাংলাদেশ বলতে পারে, টস জিতে আগে ব্যাটিং করতে নেমে এ রকম বাজে ব্যাটিংয়ের উদাহরণ এ বছরেই একাধিকবার ঘটেছে। এই তো কদিন আগে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে অলআউট ভারত। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে অলআউট ৫৫ রানে। ঘরের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলের যতই বাজে ব্যাটিং-প্রদর্শনী থাক, তাদের দ্রুত ঘরে দাঁড়ানোর অভ্যাসও আছে। বাংলাদেশ যে এখানেই যোজন যোজন পিছিয়ে।

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী