হোম > খেলা > ক্রিকেট

মেসি-নেইমারদের সঙ্গে দেখা করে খুশি রোনালদো

মনে রাখার মতো একটি দিনই যেন গতকাল কাটালেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিং ফাহাদ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে গোল-বন্যার ম্যাচে তিনি গোল করেছেন। একই সঙ্গে বহু দিন পর মাঠের লড়াইয়ে তাঁর দেখা হলো লিওনেল মেসি, নেইমারদের সঙ্গে। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেন রোনালদো।

কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল পিএসজি মুখোমুখি হয়েছিল সৌদি অল স্টার একাদশের বিপক্ষে। সৌদি অল স্টার দলের অধিনায়ক ছিলেন রোনালদো। ৯ গোলের ম্যাচে (পিএসজি ৫: সৌদি অলস্টার ৪) জোড়া গোল করেছেন রোনালদো। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে করেন নিজের প্রথম গোল। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল। দুবারই তাঁর গোলে সমতায় ফিরেছিল সৌদি। নিজের ফেসবুক পেজে পর্তুগিজ উইঙ্গার লিখেছেন, ‘গোল করে ভীষণ খুশি। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করে ভালো লাগছে।’

২০২০ সালে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন মেসি-রোনালদো। তখন মেসি ছিলেন বার্সেলোনায় আর জুভেন্টাসে ছিলেন রোনালদো। এরপর ২০২১-এর মাঝামাঝি বার্সা ছেড়ে মেসি যোগ দেন পিএসজিতে। আর রোনালদো গত বছরের শেষে আল-নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আর ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা