হোম > খেলা > ক্রিকেট

মেসি-নেইমারদের সঙ্গে দেখা করে খুশি রোনালদো

মনে রাখার মতো একটি দিনই যেন গতকাল কাটালেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিং ফাহাদ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে গোল-বন্যার ম্যাচে তিনি গোল করেছেন। একই সঙ্গে বহু দিন পর মাঠের লড়াইয়ে তাঁর দেখা হলো লিওনেল মেসি, নেইমারদের সঙ্গে। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেন রোনালদো।

কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল পিএসজি মুখোমুখি হয়েছিল সৌদি অল স্টার একাদশের বিপক্ষে। সৌদি অল স্টার দলের অধিনায়ক ছিলেন রোনালদো। ৯ গোলের ম্যাচে (পিএসজি ৫: সৌদি অলস্টার ৪) জোড়া গোল করেছেন রোনালদো। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে করেন নিজের প্রথম গোল। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল। দুবারই তাঁর গোলে সমতায় ফিরেছিল সৌদি। নিজের ফেসবুক পেজে পর্তুগিজ উইঙ্গার লিখেছেন, ‘গোল করে ভীষণ খুশি। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করে ভালো লাগছে।’

২০২০ সালে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন মেসি-রোনালদো। তখন মেসি ছিলেন বার্সেলোনায় আর জুভেন্টাসে ছিলেন রোনালদো। এরপর ২০২১-এর মাঝামাঝি বার্সা ছেড়ে মেসি যোগ দেন পিএসজিতে। আর রোনালদো গত বছরের শেষে আল-নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আর ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি