হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডে অহংকারকে পকেটে রেখে ব্যাটিং করতে হয়, বললেন কোহলি

লর্ডস টেস্টে দুর্দান্ত এক জয়ে ইতিহাস গড়েছে ভারত। জমে ওঠা লড়াইয়ে ইংল্যান্ডকে ১৫১ রানে হারায় বিরাট কোহলির দল। সিরিজে কোহলি নিজে অবশ্য ব্যাট হাতে ভালো করতে পারেননি। এখানকার উইকেটও ব্যাটসম্যানদের জন্য বেশ চ্যালেঞ্জিং। ইংল্যান্ডের উইকেট নিয়ে বিপদে থাকার কথা স্বীকার করেছেন কোহলি নিজেও। বলেছেন, এই উইকেটে ইগোকে (অহংকার) পকেটে রেখে ব্যাট করতে হয়।

ইংল্যান্ড সিরিজে শেষ তিন ইনিংসে কোহলি করেছেন ৬২ রান। নিজের নামের পাশে বেমানানই বটে। এই উইকেট ব্যাটসম্যানদের জন্য কতটা কঠিন জানতে চাইলে ভারত অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ডে কখনোই বলতে পারবেন না আপনি সেট হয়ে গেছেন। এখানে আপনার অহংকারকে পকেটে রেখে দিতে হবে। এখানকার কন্ডিশন অন্য জায়গার মতো না, যেখানে আপনি ৩০-৪০ করার পর শট খেলা শুরু করতে পারেন। প্রথম ৩০ রানের জন্য আপনি যেভাবে ব্যাট করেছেন, সেভাবেই ব্যাট করে যেতে হবে। আর এই কাজটা বারবার করে যেতে হবে। ইংল্যান্ডে শৃঙ্খলা ও ধৈর্য খুবই জরুরি।’ 

নিজে ভালো করতে না পারলেও লর্ডসে টেস্ট জয়ের পর এখন দারুণ ফুরফুরে কোহলি ও তাঁর দল। তবে তৃতীয় টেস্টের আগে সতর্ক কোহলি ইতিহাস নিয়ে না ভেবে বর্তমানকে গুরুত্ব দিতে চান, ‘ইতিহাস গড়া নিয়ে আমি খুব বেশি ভাবিত না। আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ তা হলো, বর্তমানে আমরা কেমন সিদ্ধান্ত নিচ্ছি সেটা।’ 

এ সময় তিনি আরও যোগ করে বলেন, ‘আমাদের পদ্ধতিটা কেমন তা আমরা জানি, সেভাবেই নিজেদের প্রস্তুতি নেই। ইতিহাস কোনো কিছুর নিশ্চয়তা দেয় না। আপনি কোথাও জিতলে, সেখানে যে আপনি বারবার জিতবেন তা কিন্তু না। এ সব বিষয়ে আমরা মনোযোগ দিচ্ছি না। আমরা সামনে যা আছে, তা নিয়ে ভাবছি।’

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা