হোম > খেলা > ক্রিকেট

৪ টেস্ট জিতে শান্তরা পাচ্ছেন প্রায় ৯ কোটি

ক্রীড়া ডেস্ক    

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এবার বড় অঙ্কের অর্থ পাচ্ছেন শান্তরা। ফাইল ছবি

প্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।

বর্ধিত এই প্রাইজমানির কারণে কত বেশি অর্থ পাবে বাংলাদেশ? আগের দুই চক্রের দুটিতেই নবম স্থান ছিল বাংলাদেশ, পেয়েছিল ১ লাখ ডলার করে। তবে ২০২৩–২৫ চক্রে কিছুটা উন্নতি করেছে বাংলাদেশ। এই চক্রে ১২ টেস্ট খেলে ৪ টিতে জিতেছে,৮টি হেরেছে। ৪ টেস্টের তিনটিই আবার বিদেশের মাঠে। এর মধ্যে আছে পাকিস্তানের মাঠে পাকিস্তান ধবলধোলাই করা। বাংলাদেশ এই চক্রে ৯ থেকে উঠে এসেছে ৭ নম্বরে। এই উত্তরণের জন্য এমনিতেই বেশি অর্থ পেত বাংলাদেশ। কিন্তু বর্ধিত প্রাইজমানিতে শান্তরা পেতে যাচ্ছেন, ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যেটা ৮ কোটি ৭৬ লাখ।

সাতে থেকেই বাংলাদেশ যদি এত টাকা পায়, তাহলে চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ দল কত পাবে এবার? বর্ধিত প্রাইজমানিতে চ্যাম্পিয়ন দল পাবে ৩৬ লাখ ডলার বা ৪৩ কোটি ৭৯ লাখ টাকা। রানার্সআপ ২১ লাখ ৬০ হাজার ডলার (২৬ কোটি ২৮ লাখ টাকা)। ২০১৯-২১,২০২১-২৩—এই দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১৬ লাখ ডলার। রানার্সআপরা পেয়েছে ৮ লাখ ডলার।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল