হোম > খেলা > ক্রিকেট

প্রথম ধাপে দক্ষিণ আফ্রিকায় রওনা দিলেন শান্ত-ইয়াসিরসহ ৮ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী চ্যালেঞ্জ অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকায়। দেশটিতে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবেন তামিম-মুমিনুলরা। তিন ধাপে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিতে শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম ধাপে ঢাকা ছেড়েছেন ওয়ানডে দলের চার ক্রিকেটারসহ আটজন। 

আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে কেপটাউনের উদ্দেশে রওনা দিয়েছেন ক্রিকেট দলের সদস্যরা। প্রথম ধাপে নাজমুল ইসলাম শান্ত, ইবাদত ইসলাম, ইয়াসির আলী রাব্বিদের সফরসঙ্গী হিসেবে আছেন নির্বাচক হাবিবুল বাশার সুমনও। 

ওয়ানডে দল আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে। এক দিন বিশ্রাম নিয়ে ১৪ মার্চ থেকে শুরু করবে অনুশীলন। এ সময় একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন টাইগাররা। ১৮ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজে পরের দুটি যথাক্রমে ২০ আর ২৩ মার্চ। 

 ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে। এক মাসের সফর শেষে ১৩ এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা। 

ওয়ানডে দল: তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ। 

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু