হোম > খেলা > ক্রিকেট

ম্যাগুয়ারের চোখে সেরা খেলোয়াড় কাসেমিরো 

ওল্ড ট্রাফোর্ডে গতকাল রাজত্ব করেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। কাসেমিরো, ফ্রেড ও অ্যান্তনির ভেলকিতে এফএ কাপে রিডিংকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের বড় জয়ে কাসেমিরোর প্রশংসা করেছেন হ্যারি ম্যাগুয়ার।

এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে গতকাল প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে গোলের উদ্বোধন করেন কাসেমিরো। ৫৪ মিনিটে অ্যান্তনিরোর অ্যাসিস্টে গোল করেন কাসেমিরো। এরপর ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কাসেমিরো। কাসেমিরোকে এবার অ্যাসিস্ট করেন আরেক ব্রাজিলিয়ান ফ্রেড। ৬৬ মিনিটে ইউনাইটেডের তৃতীয় গোল করেন ফ্রেড। আর ৭২ মিনিটে রিডিংয়ের একমাত্র গোল করেন।

ম্যাগুয়ারের মতে, কাসেমিরো থাকলে দল মানসিকভাবে চাঙ্গা হয়। ম্যাচ শেষে ইংলিশ এই ডিফেন্ডার বলেন, ‘কাসেমিরো সেরা খেলোয়াড়। সে (কাসেমিরো) তার ক্যারিয়ারজুড়ে এমন দুর্দান্ত খেলেছে। সে দুর্দান্ত খেলোয়াড়। তাকে পেলে দল মানসিকভাবে চাঙ্গা হয়। সে সত্যিই বেশ উন্নতি করেছে।’

ওল্ড ট্রাফোর্ডেই নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে ম্যান ইউ। ১ ফেব্রুয়ারি ইএফএল কাপের সেমিফাইনালে ইউনাইটেডের প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। প্রথম লেগে এরই মধ্যে ৩-০ গোলে এগিয়ে আছে রেড ডেভিলরা।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’