হোম > খেলা > ক্রিকেট

ম্যাগুয়ারের চোখে সেরা খেলোয়াড় কাসেমিরো 

ওল্ড ট্রাফোর্ডে গতকাল রাজত্ব করেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। কাসেমিরো, ফ্রেড ও অ্যান্তনির ভেলকিতে এফএ কাপে রিডিংকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের বড় জয়ে কাসেমিরোর প্রশংসা করেছেন হ্যারি ম্যাগুয়ার।

এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে গতকাল প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে গোলের উদ্বোধন করেন কাসেমিরো। ৫৪ মিনিটে অ্যান্তনিরোর অ্যাসিস্টে গোল করেন কাসেমিরো। এরপর ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কাসেমিরো। কাসেমিরোকে এবার অ্যাসিস্ট করেন আরেক ব্রাজিলিয়ান ফ্রেড। ৬৬ মিনিটে ইউনাইটেডের তৃতীয় গোল করেন ফ্রেড। আর ৭২ মিনিটে রিডিংয়ের একমাত্র গোল করেন।

ম্যাগুয়ারের মতে, কাসেমিরো থাকলে দল মানসিকভাবে চাঙ্গা হয়। ম্যাচ শেষে ইংলিশ এই ডিফেন্ডার বলেন, ‘কাসেমিরো সেরা খেলোয়াড়। সে (কাসেমিরো) তার ক্যারিয়ারজুড়ে এমন দুর্দান্ত খেলেছে। সে দুর্দান্ত খেলোয়াড়। তাকে পেলে দল মানসিকভাবে চাঙ্গা হয়। সে সত্যিই বেশ উন্নতি করেছে।’

ওল্ড ট্রাফোর্ডেই নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে ম্যান ইউ। ১ ফেব্রুয়ারি ইএফএল কাপের সেমিফাইনালে ইউনাইটেডের প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। প্রথম লেগে এরই মধ্যে ৩-০ গোলে এগিয়ে আছে রেড ডেভিলরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক