মিরপুর টেস্টে টস জিতেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা। উইকেটের সবুজাভ ভাব, গত কদিনের বৃষ্টি মিলিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন আফগান অধিনায়ক।
এই টেস্ট দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে ‘অভিষেক’ হলো লিটন দাসের। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় অধিনায়কের দায়িত্ব উঠেছে লিটনের কাঁধে। লিটন পাচ্ছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকেও। পিঠের ব্যথায় এই টেস্ট খেলা হচ্ছে না তাঁর।
তামিম না থাকায় ওপেনিং জুটি বাঁধবেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তিন পেসার নিয়ে নামছে বাংলাদেশ। চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ। তাঁর সঙ্গী হয়েছেন ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম। বাদ পড়েছেন খালেদ আহমেদ।
বাংলাদেশ দল:
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
আফগানিস্তান দল:
রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী, ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নাসির জামাল, আফসার খান জাজাই, করিম জানাত, জহির খান, আমিরহামজা হোতাক, নিজাতউল্লাহ মাসুদ ও মোহাম্মদ ইয়ামিন আহমেদজাই।