হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টির শঙ্কা কাটিয়ে মাঠে নামার অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

সামাজিকমাধ্যমে আজ সকালে ডেভিড বুন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘মনে হয় না আজ খেলা হওয়ার সম্ভাবনা আছে।’ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ রেফারি সাবেক এই অস্ট্রেলিয়ান। তবে বুনের সেই শঙ্কা এখন আর থাকার কথা নয়।

এই মুহূর্তে বৃষ্টির আনাগোনা নেই সিলেটে। বৃষ্টির শঙ্কা কাটিয়ে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে দুই দল এখন মাঠে নামার অপেক্ষায়। পরশু মধ্যরাত থেকেই সিলেটে বৃষ্টি। কাল দিনভরও বৃষ্টির দাপট ছিল। উইকেটের আশপাশের বড় একটা অংশ কাল দিনের বেশির ভাগ সময় ঢাকা ছিল। বিকেলের দিকে কিছুক্ষণের জন্য যখন বৃষ্টি থামে, আশপাশের ঢাকা অংশ সরিয়ে নেন মাঠকর্মীরা।

এখন অবশ্য মাঠে নামার জন্য উইকেট এবং মাঠ দুটোই প্রস্তুত। ম্যাচের শুরুর আগে নিজেদের শেষবার ঝালিয়ে নিচ্ছেন দুই দলের খেলোয়াড়েরা। একটু পর হবে টস। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিকেল ৫টার পর থেকে টানা বৃষ্টি হতে পারে। এই ম্যাচ জিতলেই তিন ম্যাচের ওয়ানডের সিরিজ বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে আইরিশদের হারিয়েছে বাংলাদেশ।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড