হোম > খেলা > ক্রিকেট

পিএসএলে থাকছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ

ফেব্রুয়ারীতে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম মৌসুম। তবে এবারের পিএসএলে থাকছেন না ওটিস গিবসন। মুলতান সুলতানসের বোলিং কোচের দায়িত্বে এবার দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসারকে।

ইয়র্কশায়ারের প্রধান কোচ হিসেবে আগে থেকেই চুক্তিবদ্ধ হয়েছেন গিবসন। এ কারণে এবারের পিএসএলে দেখা যাবে না বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচকে। মুলতান সুলতানস তাদের টুইটার অ্যাকাউন্টে বলেন, ‘আমাদের বোলিং কোচ ওটিস গিবসনকে ধন্যবাদ। যিনি পিএসএল এর অষ্টম মৌসুমে আমাদের সঙ্গে থাকছেন না। যেহেতু তিনি ইয়র্কশায়ার কাউন্টি ক্লাবের প্রধান কোচ হতে আগেই কথা দিয়ে রেখেছেন। ওটিসকে আমাদের পক্ষ থেকে এবং সবসময় সুলতানের অংশ হয়ে থাকবেন।’ তার আগে ২০২১ পিএসএল চ্যাম্পিয়ন মুলতান সুলতানসের কোচিং স্টাফের দায়িত্বে ছিলেন। পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে টুর্নামেন্টটির শিরোপা জিতেছিল মুলতান।

২০২০ এর জানুয়ারিতে সালে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন গিবসন। ২০২২ এর জানুয়ারিতে বাংলাদেশের সঙ্গে আর চুক্তি নবায়ন করেননি ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার। তার আগে ১৯৯৫ থেকে ১৯৯৯-৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন গিবসন। ২ টেস্টে নিয়েছেন ৩ উইকেট। বোলিং গড় ৯১.৬৬ ও ইকোনমি ৩.৪৯। আর ১৫ ওয়ানডেতে ১৮.২৬ বোলিং গড় ও ৫.০৪ ইকোনমিতে ৩৪ উইকেট পেয়েছিলেন এই পেসার।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট