হোম > খেলা > ক্রিকেট

পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করল ডিপিএলের দলও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিপিএলেও ম্যাচ বর্জনের হুমকি দেওয়া হয়েছে। ছবি: সৌজন্য ছবি

২০২৫ বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, এবার তার ছায়া পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। পারিশ্রমিক বকেয়ার কারণে আজ পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা দলীয় অনুশীলন বর্জন করেছেন।

মিরপুরে আজ সকালে পারটেক্সের নির্ধারিত অনুশীলন ছিল। শুরুতে কয়েকজন ক্রিকেটার জিম সেশনে অংশ নিলেও পরে তাঁরা একত্র হয়ে পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন না করার সিদ্ধান্ত নেন। সমাধান না হলে আগামীকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ না খেলার হুমকি দিয়েছেন পারটেক্সের ক্রিকেটাররা। তাঁরা লিখিত অভিযোগ দাখিল করতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) কাছে যাওয়ার কথাও ভাবছেন। পারটেক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়েছি এবং আরও দেব। লিগ শুরুর আগে অধিকাংশ ক্রিকেটারকে ৫০ শতাংশ, পরে ঈদের আগে ১০ শতাংশ—মোট ৬০ শতাংশ পরিশোধ করা হয়েছে। আজ অনুশীলন করতে আসেনি তারা। তারা বাকি পারিশ্রমিক চাইলে আমি বলেছি, আগামীকালের ম্যাচের পর আলোচনায় বসব। লিগ তো এখনো শেষ হয়নি। আমি কারও বকেয়া রাখব না।’

পারটেক্সের ক্রিকেটাররা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছেন। পারিশ্রমিক বকেয়া থাকলে ম্যাচ না খেলার যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটা বলবৎ থাকবে বলে ক্রিকেটাররা জানিয়েছেন।

ক্রিকেটারদের স্বার্থে কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) অ্যাডহক কমিটির প্রধান সেলিম সাহেদ বলেন, ‘আমি পারিশ্রমিক ইস্যু সম্পর্কে অবগত ছিলাম না। কেউ এখনো আমার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি দেখব। আমরা বর্তমানে কোয়াবের নতুন সংবিধান প্রণয়ন নিয়ে কাজ করছি। পারিশ্রমিক ইস্যুতে যদি প্রয়োজন হয়, আমরা পারটেক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। তবে সমস্যা হলো, অধিকাংশ ক্রিকেটার মৌখিক চুক্তিতে খেলে। লিখিত প্রমাণ না থাকলে আমাদের পক্ষে পদক্ষেপ নেওয়া কঠিন হয়।’

পারটেক্স এবার ক্রিকেটারদের সঙ্গে মৌখিক চুক্তির ভিত্তিতে দল গঠন করেছে। জানা গেছে, এখন পর্যন্ত বেশির ভাগ ক্রিকেটারকে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়েছে, যার মধ্যে লিগ শুরুর আগে ৫০ শতাংশ এবং ঈদের আগে আরও ১০ শতাংশ দেওয়া হয়। পারফরম্যান্সের দিক থেকেও পারটেক্স খুব একটা ভালো অবস্থানে নেই—নয় ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে তারা। সুপার লিগে ওঠার সম্ভাবনাও ক্ষীণ।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও