হোম > খেলা > ক্রিকেট

সাকিবের ভালো লাগছে দুটি কারণে

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

নতুন করে সাকিব আল হাসান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর ক্রিকেটারদের মানসিকতা বদলের কথা বলেছিলেন। সাকিবের এই দলের মানসিকতা যে বদলেছে, সেটা মাঠেই প্রমাণিত। প্রতিপক্ষকে পিষে ফেলার মনোভাব, ভয়ডরহীন ক্রিকেট—কী নেই এই দলের মধ্যে! সবই আছে। ফলও পাওয়া শুরু করেছে দল!

আফগানিস্তানের বিপক্ষে গতকাল জিতে এ বছর টানা তিনটি সিরিজ জিতল বাংলাদেশ। মানসিকতা বদলের সঙ্গে ফলও মিলছে—এই ব্যাপারই সাকিবকে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে। আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে এই কথাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ভবিষ্যতের দিকে তাকিয়ে এই দল নিয়ে সাকিবের সাহস সহজেই ধরা দেয় তাঁর আত্মবিশ্বাসে। দলের অবস্থা নিয়ে সাকিব বলছিলেন, ‘অবশ্যই স্বস্তির। মানসিকতা বদলের সঙ্গে ফল পাওয়া যাচ্ছে, এটার চেয়ে ভালো কিছু আর কী হতে পারে? যে জিনিসটা আমরা চেষ্টা করছি, সেটা কাজে দিচ্ছে, এটা ভালো লাগার ব্যাপার। ক্রিকেটাররাও পরিকল্পনা বাস্তবায়ন করছে, এগুলো অবশ্যই ভালো লাগার বিষয়।’

অধিনায়কত্ব নেওয়ার সময় সাকিবের সামনে ছিল এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। দল নিয়ে সময় চেয়ে সাকিব তখন পাখির চোখ করেছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে। এই বিশ্বকাপের এখনো ১০ মাসের মতো সময় বাকি। এই দলকে নিয়ে এখনই কি স্বপ্ন বোনা শুরু করা যায়? সাকিব অবশ্য এই প্রশ্নের উত্তরের দায়ভার ছেড়ে দিলেন সংবাদমাধ্যমের ওপর। সাকিবের সব মনোযোগ পারফর্ম করার দিকেই। পারফরম্যান্সের ধারাবাহিকতাই তো আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সংস্করণের আফগানদের বিপক্ষে তাল মেলাতে বরাবরই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সেখানে প্রথমবার সিরিজ জয়, অবশ্যই বড় কিছু। সাকিব সিরিজ জয়ের অনুভূতি জানালেন এভাবে, ‘অবশ্যই ভালো লাগছে। তাদের সঙ্গে টি-টোয়েন্টিতে আমরা সেভাবে কখনো ভালো খেলতে পারিনি। এই রকম কন্ডিশনে, এভাবে সিরিজ জয়—এটা নিশ্চিতভাবেই আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে।’

আপাতত লম্বা সময় টি-টোয়েন্টির বাইরে থাকতে হবে বাংলাদেশকে। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। ওয়ানডে সংস্করণ নিয়েই ব্যস্ত থাকবে বাংলাদেশ। লম্বা বিরতিতে দলের ছন্দ নিয়ে সাকিব বলেছেন, ‘মোমেন্টাম টি-টোয়েন্টিতে খুব গুরুত্বপূর্ণ। এই সিরিজের পর লম্বা বিরতি। কবে টি-টোয়েন্টি হবে, এই মুহূর্তে মাথায় আসছে না। সামনে অবশ্য বিপিএলে আছে।’ তবে এই দলের বেশির ভাগ সদস্য ওয়ানডে দলে থাকায় আত্মবিশ্বাস ওয়ানডে দলেও সঞ্চার হবে বলে বিশ্বাস সাকিবের, ‘এই দলের বেশির ভাগই ওয়ানডে দলে আছে।

সামনে আমাদের এই সংস্করণে অনেক খেলা। এখান থেকে তারা আত্মবিশ্বাস পাবে।’

এখন দেখার বিষয়, আত্মবিশ্বাস তাঁরা কতটা নিতে পারেন।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি