হোম > খেলা > ক্রিকেট

ঝোড়ো ব্যাটিংয়ে ডাম্বুলাকে চ্যালেঞ্জ ছুড়লেন সাকিবরা 

দাসুন শানাকার ব্যাট যেন ছুটছিল তরবারির মতো। গল টাইটানসের অধিনায়ক শেষের দিকে ঝড় তুলেছেন। অধিনায়কের শেষের দিকের ঝোড়ো ব্যাটিংয়ে গল ১৮১ রানের লক্ষ্য দিয়েছে ডাম্বুলা অরাকে। 

টস হেরে প্রথমে ব্যাটিং পায় গল টাইটানস। ২২ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় তাদের। চতুর্থ ওভারের প্রথম বলে লাসিথ ক্রুসপাল্লেকে বোল্ড করেন শাহনওয়াজ দাহানি। এরপর উইকেটে আসেন ভানুকা রাজাপক্ষে। দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন রাজাপক্ষে ও ওপেনার শেভন দানিয়েল। ২৬ বলে ৩৩ রান করা দানিয়েলকে এলবিডব্লু করে জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো। ফিফটি করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রাজাপক্ষে। ৩৪ বলে ৪৮ রান করেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার। 
 
রাজাপক্ষের বিদায়ে গল টাইটানসের স্কোর ১২.২ ওভারে ৩ উইকেটে ৯৫ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান। ১৪ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাকিব যখন বিদায় নেন, ১৭. ৩ ওভারে গলের স্কোর ৫ উইকেটে ১৩৯ রান। লাহিরু সামারাকুনকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৫ বলে ৪১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন শানাকা। ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শানাকা। ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করেছে গল টাইটানস। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন টাইগার্স অধিনায়ক লিন। এরপর রান তাড়া করতে নেমে ৬ ওভারে ২ উইকেটে আটকে যায় টরন্টো। মন্ট্রিয়লের ২৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ১৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন। ১৮১ রান তাড়া করতে নেমে এরই মধ্যে ১ উইকেট হারিয়েছে ডাম্বুলা। ১.১ ওভারে ১ উইকেটে ২ রান করেছে ডাম্বুলা।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা