হোম > খেলা > ক্রিকেট

কোন মাইলফলক হাতছানি দিচ্ছে রাবাদাকে  

গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু আজ। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই টেস্টের ফলই নির্ধারণ করে দেবে সিরিজের ভাগ্য। তাই দুই দলের কাছেই এটি ‘ডু অর ডাই’ ম্যাচ। যে ম্যাচে দুই দলই নিজেদের নিংড়ে দিয়ে খেলবে, এটাই প্রত্যাশা। 

তবে কাগিসো রাবাদার প্রত্যাশাটা একটু বেশিই। দলের জয়ের প্রত্যাশার পাশাপাশি বোলিংয়েও ভালো করার লক্ষ্য থাকবে তাঁর। আর ৫টি উইকেট পেলে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলকে পা রাখবেন প্রোটিয়া এই পেসার। এখানেই শেষ নয়, হয়ে যাবেন দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্রুততম ৩০০ উইকেটের মালিকও। টেস্টে এ পর্যন্ত তিনি বল করেছেন ১১ হাজার ৫৯৬ বল। আর দেশটির পক্ষে দ্রুততম ৩০০ উইকেটের মালিক হতে ডেল স্টেইনকে খেলতে হয়েছিল ১২ হাজার ৬০৫ বল। স্টেইনের চেয়ে কত কম বল খেলে তিনি এই মাইলফলকে পা রাখেন, এখন এটাই দেখার। 

গায়ানার প্রভিডেন্সে মাত্র ২টি টেস্ট ম্যাচ হওয়ার রেকর্ড। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সেখানে স্বাগতিকেরা শ্রীলঙ্কার কাছে হেরেছিল ১২১ রানে। এর তিন বছর পর দ্বিতীয় টেস্টটিতে ৪০ রানে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল পাকিস্তানকে। এবার কি জিততে পারবে ওয়েস্ট ইন্ডিজ? 

স্বাগতিকদের জিততে হলে ব্যাটিংয়ে ভালো করতে হবে। ২০০৩ সালে এখানে প্রথম শ্রেণির ক্রিকেটের ৩টি ম্যাচ হয়েছে। প্রথম ইনিংসের গড় ২০৬ রান। এখানে সিমের ব্যবহার করতে পারলে যেমন ভালো করার সুযোগ আছে সিমারদের, তেমনি স্পিনারদের জন্যও এখানে থাকছে বল ঘোরানোর সুযোগ।

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার

কাকে সবচেয়ে বেশি ভয় পান শোয়েব

পাকিস্তানের পরই বাংলাদেশকে ‘ঘর’ মনে করেন শোয়েব

চোট নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে তাঁরা

চোটের কাছে হার মেনে ক্রিকেট ছাড়লেন ব্রেসওয়েল