হোম > খেলা > ক্রিকেট

দুবাইয়ে রুমানার ঝলক 

নিউজিল্যান্ডে বিশ্বকাপে আড়ালেই পড়ে ছিলেন রুমানা আহমেদ। নিজের পারফরম্যান্স নিয়ে ছিলেন হতাশ। বিশ্বকাপের দুঃখ ভুলে দুবাইয়ে গতকাল দারুণ বোলিং করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। 

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফেয়ারব্রেক ইনভাইটেশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বার্মি আর্মি উইমেনের হয়ে খেলছেন রুমানা। স্পিরিট উইমেনের বিপক্ষে ব্যাট করার সুযোগ পাননি, কিন্তু বল করেছেন পুরো চার ওভার। কিপটে বোলিংয়ে রেখেছেন দলের জয়ে বড় অবদান। 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে স্কোরবোর্ডে ১২৫ রান তোলে বার্মি আর্মি। দলের কেউ অর্ধশতকের কোটা ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৩৮ রান অজি ব্যাটার লরা উলভারডের। ৩৬ রান এসেছে ইংলিশ ব্যাটার হিদার নাইটের ব্যাট থেকে। পাকিস্তানি ফাতিমা সানা, রুমানারা ব্যাটিংয়ের সুযোগ পাননি। 

ব্যাট ধরার সুযোগ না পাওয়া রুমানা আফসোস মিটিয়েছেন বোলিংয়ে। আঁটসাঁট বোলিং করেছেন বার্মি আর্মির অন্য সব বোলারও। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ইংলিশ ব্যাটসম্যান সোফি একলেস্টোনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন রুমানা। ১.৭৫ গড়ে বার্মি আর্মির সবচেয়ে সাশ্রয়ী বোলিংটা তারই। ৯ উইকেটে শেষ পর্যন্ত ৭৫ রানে থেমেছে স্পিরিট ওমেন। বার্মি আর্মি ম্যাচ জিতেছে ৫০ রানের বড় ব্যবধানে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন বার্মি আর্মির হিদার নাইট। 

ফেয়ারব্রেক টি-টোয়েন্টিতে ফ্যালকন উইমেনের হয়ে খেলছেন আরেক বাংলাদেশি জাহানারা আলম। আজ সন্ধ্যা ৬টায় জাহানারার দলের বিপক্ষে খেলবে রুমানাদের বার্মি আর্মি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক