হোম > খেলা > ক্রিকেট

‘পাকিস্তান জিন্দাভাগ’—বাবরদের নিয়ে শেবাগের বিদ্রূপ

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ৫ উইকেটের জয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড। কিউইদের জয়ে সেমিতে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ পাকিস্তানের। সমীকরণ অনুযায়ী প্রায় না বলে অবশ্য শেষেই বলা যায়।

অসম্ভব এক সমীকরণের সামনে পাকিস্তান। আগামীকাল ইডেন গার্ডেনসে প্রথমে ব্যাটিং করে বাবর আজমরা ৩০০ রান করলে ইংল্যান্ডকে অলআউট করতে হবে ১৩ রানের মধ্যে। আর প্রথমে বোলিং করে ইংল্যান্ড যদি ৫০ রানে অলআউট হয় তাহলে পাকিস্তানকে সেই রান করতে হবে ২.৫ ওভারে।

এমন কঠিন সমীকরণে তাই ধরেই নেওয়া যায় ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচটা নিয়মরক্ষার। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের এমন সমীকরণ দেখে বিদ্রূপ করতে ছাড়েননি বীরেন্দর শেবাগ। সুযোগ পেলেই যিনি খেলোয়াড়ি জীবন থেকেই প্রতিপক্ষকে নিয়ে মজার করে আসছেন। ব্যাট-প্যাড তুলে রাখলেও তাই এবারও সুযোগ পেয়ে বিদ্রূপ করতে ছাড়লেন না ভারতের সাবেক ওপেনার। 

সামাজিক যোগাযোগমাধ্যমে বাই বাই নামের এক ছবি পোস্ট করে পাকিস্তানকে ট্রল করেছেন শেবাগ। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় ব্যাটার লিখেছেন, ‘পাকিস্তান জিন্দাভাগ। নিরাপদে ঘরে ফেরো।’ আর তাঁর পোস্ট করা ছবিতে লেখা, ‘বাই বাই পাকিস্তান।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক