হোম > খেলা > ক্রিকেট

১০০০তম ওয়ানডে জয়ে রাঙাল ভারত 

জয় দিয়ে ১০০০তম ওয়ানডে রাঙাল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক এই জয়ে অধিনায়কত্বের অভিষেক হলো রোহিত শর্মারাও। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের জয় ৬ উইকেটের ব্যবধানে। এ জয়ে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে। 

আহমেদাবাদে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। বোলিংয়ে নতুন অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন যুজবেন্দ্র চাহাল-ওয়াশিংটন সুন্দররা। ৪৩.৫ ওভারেই উইন্ডিজকে ১৭৬ রানে গুটিয়ে দেয় ভারত। শেষ দিকে জেসন হোল্ডার ৫৭ ও ফ্যাবিয়ান অ্যালেন ২৯ রান না করলে এই সংগ্রহটুকুও পেত না অতিথিরা। ভারতের হয়ে চাহাল নেন ৪ উইকেট। ওয়াশিংটনের শিকার ৩ উইকেট। 

লক্ষ্য তারা করতে নেমে ঈশান কিষানকে নিয়ে ভারতকে দারুণ শুরু এনে দেন রোহিত। ৫১ বলে ১০ চার ও ১ ছয়ে ৬০ রান ফেরে রোহিত। আলজারি জোসেফের বলে রোহিতের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি বিরাট কোহলিও। জোসেফের বলেই ৮ রান করে ফেরেন কোহলি। ভালো শুরুর পর ও ইনিংস বড় করতে পারেননি ঈশান কিষান। ২৮ রান করে আকিল হোসেনের বলে ক্যাচ দিয়েছেন অ্যালেনের হাতে। ব্যক্তিগত ১১ রানে রান আউটে কাটা পড়েন।

ঋষভ পন্ত। জয়ের পথে থাকা ভারতকে এরপর লক্ষ্যে পৌঁছে দেন সূর্যকুমার যাদবও দীপক হুডা। পঞ্চম উইকেটে এই দুজন তোলেন ৬৩ বলে ৬২ রান। সূর্যকুমার যাদব ৩৪ রানে ও দীপক হুডার ২৬ রানে অপরাজিত থাকেন।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ