হোম > খেলা > ক্রিকেট

‘ম্যানচেস্টার ইউনাইটেড মার্কেটিং ক্লাব’ 

ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিযোগ চলছেই। রোনালদো এবার আঙুল তুললেন মালিকপক্ষ গ্লেজার্সের দিকে। একই সঙ্গে ইউনাইটেডকে ‘মার্কেটিং ক্লাব’ বললেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

২০০৫ সালে ইউনাইটেডের মালিকানা কিনে নেয় গ্লেজার্স। এরপর গ্লেজার্সকে নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। ভক্ত-সমর্থকেরা অনেকবার গ্লেজার্সের বিরুদ্ধে আন্দোলনও করেছিলেন। রোনালদোর দাবি, এভাবে চলতে থাকলে ইউনাইটেডের পারফরম্যান্সের উন্নতি হতে সময় লাগবে। পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘আপনারা সবাই জানেন, ম্যানচেস্টার (ইউনাইটেড) হচ্ছে মার্কেটিং ক্লাব। তারা মার্কেটিং থেকে টাকা উপার্জন করে। আমার মতে, খেলাধুলা নিয়ে তারা বিন্দুমাত্র ভাবে না। এভাবে চলতে থাকলে খেলাধুলায় শীর্ষে উঠতে আরও দুই-তিন বছর লাগবে। ক্লাবের মালিক গ্লেজার্স ক্লাব নিয়ে কোনো চিন্তাভাবনা করেন না।’

রোনালদোর মতে, ভক্তদের সত্যিটা জানা দরকার। আর ক্লাবের ভালো চান বলেই আবারও ইউনাইটেডে ফিরে এসেছেন-এমনটা জানিয়েছেন তিনি। পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘ভক্তরা সব সময় সঠিক। তাদের সত্যিটা জানা দরকার। খেলোয়াড়েরা ক্লাবের ভালো চায়। ক্লাবের সর্বোচ্চ ভালো চাই বলেই আমি ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছি। এ কারণে আমি এই ক্লাবকে ভালোবাসি।’

ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। রেড ডেভিলদের হয়ে তিনবার প্রিমিয়ার লিগ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর্তুগিজ এই উইঙ্গার। 

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি