হোম > খেলা > ক্রিকেট

মায়ের অসুস্থতায় ভারতে ফেরা হচ্ছে না কামিন্সের

বুধবার ইন্দোরে শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে প্যাট কামিন্সের ফেরা নিয়ে দোলাচলে ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শেষ পর্যন্ত দুঃসংবাদই শুনতে হচ্ছে সফরকারীদের। মা অসুস্থ থাকায় ভারতে ফিরছেন না অষ্ট্রেলিয়ার এই পেসার।

কামিন্সের অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার কথা আজ নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভারতে না ফেরার কারণ জানাতে গিয়ে কামিন্স বলেছেন, ‘আমার মা অসুস্থ এবং তিনি প্যালিয়াটিভ কেয়ারে আছেন। এই সময়ে আমি তাই ভারতে ফিরছি না। পরিবারের সঙ্গে থেকে আমি বেশ ভালো আছি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থদের থেকে আমি যে সমর্থন পেয়েছি, তা সত্যিই অসাধারণ। আমার অবস্থা বুঝতে পারায় আপনাদের ধন্যবাদ।’

কামিন্সের অনুপস্থিতিতে ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। আহমেদাবাদে চতুর্থ টেস্টেও যদি কামিন্স না খেলতে পারেন, তাহলে স্মিথেরই অধিনায়কত্ব করার সম্ভাবনা বেশি।

পারিবারিক কারণে গত সোমবার অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন কামিন্স। যাওয়ার আগে নাগপুর ও দিল্লিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির দুই ম্যাচ খেলেছেন তিনি। ২ ম্যাচে ৩৯.৬৬ গড়ে ৩ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই পেসার। আর দুটি টেস্টেই তিন দিনেই হেরে গেছে অজিরা। নাগপুরে প্রথম ম্যাচে ইনিংস ও ১৩২ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। আর দিল্লিতে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হারে সফরকারীরা।

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন