হোম > খেলা > ক্রিকেট

ফখরকে হারানোর দিনে আইসিসির শাস্তিও পেল পাকিস্তান

স্লো ওভার-রেটের কারণে শাস্তি পেল পাকিস্তান। ছবি: আইসিসি

চ্যাম্পিয়নস ট্রফিতে একের পর এক ধাক্কা খেয়েই যাচ্ছে পাকিস্তান। একে তো আসরের শুরুটা করতে পারেনি প্রত্যাশা মতো। নিউজিল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচে হেরেছে ৬০ রানের ব্যবধানে। সেই ম্যাচে চোট পাওয়ার কারণে আসর থেকেই ছিটকে যেতে হয়েছে ওপেনার ফখর জামানকে। এবার শাস্তিও পেল আসরের স্বাগতিকরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান শাস্তি মেনে নিলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইসিসির নীতিমালার ২.২২ ধারা অনুযায়ী, নিধারিত সময়ের ভেতর কোনো দল ৫০ ওভার সম্পন্ন করতে না পারলে সেই দলকে ওভারপ্রতি ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হবে। পাকিস্তান তাই এক ওভার পিছিয়ে থাকায় অভিযোগ তোলেন আম্পায়ার রিচার্ড কেটেলবোরো, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, জোয়েল উইলসন ও অ্যালেক্স হোয়ার্ফ। পরে শাস্তির সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

২৯ বছর পর ঘরের মাটিতে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে হারের পর সেমিফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে গেল তাদের জন্য। ফখরের ছিটকে পড়া বড় ধাক্কা হয়ে এসেছে। করাচিতে গতকাল নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে ব্যাটিংয়ে নামলেও ৪১ বলে খেলেছেন ২৪ রানের ইনিংস। বাঁহাতি এই ওপেনারের পরিবর্তে আরেক বাঁহাতি ইমাম উল হককে দলে নিয়েছে পাকিস্তান। ইমাম সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এদিকে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ আগামী ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ